গত শনিবার আচমকা সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটালেন অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। টলিউডের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল। তার পর থেকে ক্রমাগত একের পর এক মোড় ঘোরানো ঘটনা। তাঁরা জানিয়ে দিয়েছিলেন বিয়ে করতে পারবেন না বিশেষ কারণে। কিন্তু সেই কারণটা কী? অঙ্কুশ-ঐন্দ্রিলার ভক্তদের মতো তারকারাও উদ্বেগে। সে কথা জানতেই তাঁদের ফোন করেছিলেন আবীর চট্টোপাধ্যায়।
advertisement
তাঁরও একটাই প্রশ্ন, ‘‘বিয়ে কেন হচ্ছে না?’’ কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় নেই টলি জুটির। আর তাই অঙ্কুশকে ঐন্দ্রিলার পরামর্শ, ‘‘আবীরদাকে বলে দাও ব্রেকআপ হয়ে গিয়েছে। তোমায় আমি আর সহ্য করতে পারছি না, নিতে পারছি না, তাই এই বিয়েটা হবে না।’’
অঙ্কুশের দাবি, এমন কথা বলে দেওয়া উচিত নয়। কারণ সেটা সত্যি নয়। আর সেখান থেকেই স্পষ্ট, টলি জুটির বিচ্ছেদ হয়নি। কিন্তু কোনও বিশেষ কারণে বিয়ে করতে পারছেন না। ঐন্দ্রিলার বক্তব্য অনুযায়ী, কারণটা বলে দিলে ‘সমাজে আর মুখ দেখাতে’ পারবেন না।
আরও পড়ুন: বিয়েটা হবে কিনা জানি না, ঐন্দ্রিলাকে চুমু খাওয়ার ছবি ফেসবুকে, বিস্ফোরক অঙ্কুশ!
তাই সকলকে অপেক্ষা করতে হবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বিয়ে কেন হচ্ছে না, তার কারণ জানা যাবে সে দিনই। এ কথা স্পষ্ট, আগামী ১৪ ফেব্রুয়ারি কিছু ধমাকা হতে চলেছে। আবীর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে ভিডিও দেখে অনেকেরই ধারণা নতুন কোনও ছবি আসতে চলেছে। আর তারই প্রচারে এই সমস্ত ভিডিও।
সে কারণেই গত শনিবার অঙ্কুশ তাঁর এবং ঐন্দ্রিলার একটি ছবিটি পুরনো ছবি পোস্ট করেন। দেখা যাচ্ছে, অঙ্কুশের কোলে বসে ঐন্দ্রিলা। চুম্বন করছেন একে অপরকে। সঙ্গে টলি নায়ক লেখেন, 'কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।'