তবে এর পর আবার মুখ খোলেন অঙ্কিতা লোখান্ডে। শিবানির এই মন্তব্য মেনে নিতে পারেননি তিনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লম্বা পোস্ট লিখলেন অঙ্কিতা।ম তিনি লিখেছেন, " দুই সেকেন্ডের ফেম'-এর কথা শুনে আমি ভাবতে বাধ্য হলাম। আমি এক ছোট্ট শহরের, খুব সাধারণ পরিবারের মেয়ে। ২০০৪ সালে জি সিনে স্টার খোঁজ-দিয়েই আমার ইন্ডাষ্ট্রিতে আসা। আতর পর ২০০৯-এ আমি কাজ পাই 'পবিত্র রিস্তা'-তে। ২০১৬ পর্যন্ত চলে এই সিরিয়াল। আজও মানুষ আমাকে এই সিরিয়ালের 'অর্চনা' হিসেবেই মনে রেখেছে। আমি গর্বিত আমি টেলিভিশন অভিনেত্রী। তবে মানুষের ভালবাসার জন্যই 'মণিকার্ণিকা' ও 'বাগি-৩'তেও কাজ করার সুযোগ পাই। আমার মানুষকে দেখানোর মতো কিছু নেই।
advertisement
তিনি আরও লেখেন, " আমি ১৭ বছর বয়স থেকে এই বলিউডে রয়েছে। কাজ করছি। আজ যখন আমি আমার বন্ধুর মৃত্যুর জন্য ন্যায় চাইলাম, তখন বলা হল আমি ২ সেকেন্ডে বিখ্যাত হতে চাইছি !'' তিনি আরও বলেন, 'আমি শুধু টেলিভিশনে কাজ করেছি বেশি, বলিউডি সিনেমায় নয়, তাই কি এই প্রশ্ন তোলা হচ্ছে? আপনি সেই মানুষটার জন্য বলবেন না যার সঙ্গে আপনার দশ বছরের বেশি সম্পর্ক। এটা আমার অপরাধ ! আর বলে রাখি শুধু বলিউডি ছবিতে কাজটাই সব নয়। টেলিভিশনে কাজ করতে হলে দক্ষ অভিনেত্রী হতে হয়। আমি গর্বিত যে আমি টেলিভিশন অভিনেত্রী" অঙ্কিতার এই পোস্ট শেয়ার হওয়ার সঙ্গেই সুশান্তের ভক্তরা ফের শিবানির বিরুদ্ধে কথা বলতে শুরু করেন সোশ্যাল মিডিয়া জুড়ে।