প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেম থেকে বিচ্ছেদ নাড়িয়ে দিয়েছিল ভক্তদের৷ তারপর সবকিছু ভুলে ২০২১ সালে জীবনের নয়া ইনিংস শুরু করেন অভিনেত্রী৷ তবে বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন তিনি৷ এমনকী বিগ বসে এসেও সুশান্তের প্রসঙ্গ তোলেন তিনি।
বিগ বস্’-এর ঘরে একাধিকবার আক্রমণাত্মক কথা বলেছেন ভিকি। এমনকী এও বলেন, ‘‘তোমাকে গাড়ি-বাড়ি সব দিয়েছি। আমাকে অন্তত মানসিক শান্তিটুকু দাও’’।
advertisement
এর আগে বিবাহিত কাপল হিসাবে বেশ জনপ্রিয় হয়েছিলেন রুবিনা-অভিনব। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন রুবিনাই। এবার কিন্তু সব আকর্ষণ কাড়ছেন ভিকি-ভাই। এরপরেই কেউ কেউ টক্সিক ভিকি বলছেন কেউ আবার বলছেন অঙ্কিতার জন্য সুশান্তই ছিলেন ভাল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 11:21 AM IST