এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিগত দু’মাস ধরে অসুস্থ ছিলেন অঙ্কিতার বাবা। রবিবার ওশিওয়ারা শ্মশানে তাঁর শেষকৃত্য হবে। পেশায় একজন ব্যাঙ্কার ছিলেন শশীকান্ত। অঙ্কিতা আগাগোড়াই তাঁর বাবার খুব কাছের। চলতি বছরের ফাদার্স ডে-তে বাবাকে নিয়ে একটি পোস্টও দিয়েছিলেন অভিনেত্রী। অঙ্কিতা জানিয়েছিলেন, অভিনেত্রীর জীবনে যাবতীয় শক্তির উৎস তাঁর বাবা। শৈশব থেকে তিনিই আগলে রেখেছিলেন অঙ্কিতাকে।
advertisement
আরও পড়ুন: ১ বছরের ছেলের জন্মদিনে খরচ ১৫ লাখ! কী ভাবে টাকা জোগালেন পরীমণি, জানলে অবাক হবেন
আরও পড়ুন: কেন বিয়ে করলেন না? একা থাকার সিদ্ধান্তই বা কেন? জীবনের অজানা গল্প শোনালেন অম্বরীশ
শুধু তাই নয়। অঙ্কিতার অভিনয় জীবনেও তাঁর বাবার অবদান কিছু কম নয়। অভিনেত্রী যখন মুম্বইয়ে এসে থাকতে শুরু করেন, তখন অনেক সময়ই অর্থের অভাবে সামান্য ভাড়াটুকু দেওয়াও কঠিন হয়ে উঠত। সেই কঠিন সময়েও অঙ্কিতা পাশে পেয়েছেন তাঁর বাবাকে।
২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অঙ্কিতার পৃথিবী তছনছ করে দিয়েছিল। সেই সময়ে অভিনেত্রীর পাশে ছিলেন তাঁর প্রেমিক (অধুনা স্বামী) ভিকি জৈন। ২০২১ সালে বিয়ে করেন তাঁরা। আপাতত সংসার এবং কাজ নিয়ে ব্যস্ত অঙ্কিতা।