TRENDING:

Anjana Basu: কোভিড, ডেঙ্গু, অপারেশন, শরীর অসাড় অঞ্জনার! বছর পেরিয়ে ফ্লোরে ফিরছেন অভিনেত্রী

Last Updated:

Anjana Basu: অঞ্জনার শরীর এখন সদা দুর্বল। দীর্ঘ অসুস্থতার জেরে তাঁর শরীর এতটাই অসাড় হয়ে পড়েছিল যে প্রায় এক বছর অভিনয় করেননি অঞ্জনা বসু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শ্যুটিং ফ্লোর হোক বা নিজের বাড়ি, এক দণ্ড বসে থাকতেন না অভিনেত্রী অঞ্জনা বসু। সদা ব্যস্ত এই অভিনেত্রী কাজ ছাড়া কিছুই বুঝতেন না। তা সে ফ্লোরে একনাগারে শট দেওয়া হোক, বাড়িতে গৃহস্থলী যে কোনও কাজ হোক। সেই অঞ্জনার শরীর এখন সদা দুর্বল। দীর্ঘ অসুস্থতার জেরে তাঁর শরীর এতটাই অসাড় হয়ে পড়েছিল যে প্রায় এক বছর অভিনয় করেননি অঞ্জনা বসু।
অভিনেত্রী অঞ্জনা বসু
অভিনেত্রী অঞ্জনা বসু
advertisement

গত বছর দু’বার কোভিডে আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। তার উপর ডেঙ্গু ধরা পড়ে। মাঝে একটি জটিল অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। সেই সঙ্গে দেখা দেয় লিভারের সমস্যা। সব মিলিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে তিন তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে সব আঁধারের পরই ভোর আসে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অঞ্জনা। স্বাভাবিক ছন্দে ফিরছে তার জীবন। শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটেনি, তবুও মনের জোরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরছেন ‘পিলু’-র মণিমা।

advertisement

আরও পড়ুন: বিস্ফোরক জয়জিতের পাল্টা পোস্ট, লিখলেন, ‘সরকারি সম্পত্তির সমালোচনা করলেই তাঁদের জ্বলে’

আরও পড়ুন: পাকা হয়ে গেল পরিণীতি-রাঘবের বাগদানের দিনক্ষণ? রাজনীতি-বিনোদনের গাঁটছড়া কি শীঘ্রই

নিউজ18 বাংলাকে অঞ্জনা জানান, ‘‘গত বছর আমার দু’বার করোনা হয়েছিল। প্রথমবার জানুয়ারিতে। দ্বিতীয়বার জুন মাসে। দ্বিতীয়বারের করোনা এতটাই মারাত্মক ছিল যে আমার শরীর সব দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছিল। সব সময় নানা কাজে ব্যস্ত মানুষ আমি, উঠে দাঁড়াতে পারছিলাম না। এরই মধ্যে ধরা পড়ে ডেঙ্গু। ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। আসলে আমার একটি জটিল অস্ত্রোপচারও হয়েছিল। দিনে প্রায় ১৩টি ট্যাবলেট খেতে হত। শ্যুটিং তো দুরস্ত। কোনও কাজ করার মতো শারীরিক জোর ছিল না। এত সব অসুস্থতার মাঝে হঠাৎই লিভারের সমস্যা দেখা দিল। কলকাতা, দিল্লি, সব জায়গায় দীর্ঘদিন আমার চিকিৎসা চলল। প্রায় এক বছর অসুস্থ ছিলাম আমি। তবে কখনওই মনের জোর হারাইনি। দৃঢ় বিশ্বাস ছিল, আজ নয়তো কাল সুস্থ হয়ে উঠব। আবার কাজে ফিরব। আমার মোবাইল ফোন প্রায় চার মাস বন্ধ ছিল। এক বছর কোনও কাজ তো করিইনি। বরং অনেক কাজের অফার ফিরিয়ে দিয়েছি। আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় একদমই সক্রিয় নই, তাই এই দীর্ঘ অসুস্থতার খবর সেভাবে কেউ জানতেও পারেনি। তবে এই মুহূর্তে পুরোপুরি না হলেও অনেকটাই সুস্থ আমি। তাই মনকে শক্ত রেখে এ মাস থেকে আবার নতুন ধারাবাহিকের কাজে ফিরছি।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছোটপর্দা হোক কিংবা বড়পর্দা, নিজের অনবদ্য অভিনয়ের মধ্যে দিয়ে অঞ্জনা দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এই একটা বছর তাঁর অনুরাগীরা তাঁকে চোখে হারিয়েছেন। তবে শেষ ভাল যার সব ভাল। অসুস্থতা কাটিয়ে অঞ্জনা বসু ফ্লোরে ফিরছেন, এটাই আসার আলো। এই মাস থেকেই একটি ধারাবাহিকের কাজ করতে চলেছেন অভিনেত্রী। গুরুত্বপূর্ণ এক মায়ের চরিত্র। মা ও ছেলের সম্পর্ক নিয়ে এগোবে সিরিয়ালের গল্প। জীবনকে ফের স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনাই এখন সবথোকে বড় চ্যালেঞ্জ অঞ্জনার কাছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjana Basu: কোভিড, ডেঙ্গু, অপারেশন, শরীর অসাড় অঞ্জনার! বছর পেরিয়ে ফ্লোরে ফিরছেন অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল