TRENDING:

Anjan Dutta: ‘কোনও প্রযোজক রাজি হতেন না..’, মৃণাল সেনকে নিয়ে নিজের টাকায় ছবি তৈরি করছেন অঞ্জন

Last Updated:

Anjan Dutta: লিখলেন তাঁর এই ছবি তৈরি করার অন্দরের গল্প৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: অনেকটা পথ চলেছেন তিনি৷ কলকাতার সঙ্গে তাঁর যেমন অঙ্গাঙ্গী সম্পর্ক, তেমনই তাঁর সম্পর্ক কলকাতা সাহিত্য-সংস্কৃতি জগতের সঙ্গেও৷ গায়ক, অভিনেতা, পরিচালক অঞ্জন দত্ত এ বার একটি ছবি তৈরি করছেন পরিচালক মৃণাল সেনকে নিয়ে৷ আর সেই ছবি নিয়েই সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্ট লিখলেন তিনি৷ লিখলেন তাঁর এই ছবি তৈরি করার অন্দরের গল্প৷
ছবি - ফেসবুক
ছবি - ফেসবুক
advertisement

ছবিটির নাম ‘চালচিত্র এখন’৷ অঞ্জন প্রথমেই উল্লেখ করেছেন, এই ছবির প্রযোজনা করেছেন তিনি নিজে ও তাঁর পুত্র নীল দত্ত৷ তাঁর কারণ কী? সে কথাই পোস্টে স্পষ্ট করে দিয়েছেন অঞ্জন৷ তিনি লিখেছেন, ‘নিজের মনের মতো করে ছবি তৈরি করেছি এটি৷ কোনও প্রথাগত চলচ্চিত্র প্রযোজক এই কাজ এত স্বাধীনতার সঙ্গে করতে দিতেন না৷  কেউই মৃণাল সেনের চালচিত্র দেখেননি৷ তাঁরা আমাকে জোর করতেন আরও বেশি নাটকীয় হতে৷ আমি কখনই আমার গুরুকে শ্রদ্ধা জানানোর ছবিতে অতিরিক্ত নাটকীয় বা আবেগপ্রবণ হতে পারব না৷ আমাকে বাস্তবিক ও সৎ থাকতে হবে৷’

advertisement

অঞ্জন এই পোস্টে জানিয়েছেন, এ বার ছবির চূড়ান্ত পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে৷ পাশাপাশি এই ছবিটিকে তিনি সবচেয়ে মনের মতো করে বানানো ও সৎ ছবি বলে উল্লেখ করেছেন৷ তার কারণ কী? অঞ্জন লিখেছেন, ‘আমি কোনও বানানো গল্প বলছি না৷ আমি বলছি আমার কলেজ জীবনের কথা৷ বলছি একজন মানুষ ও একটি শহরের কথা, যতটা মনের কাছাকাছি থেকে বলা চলে আর কী৷’

advertisement

আরও পড়ুন: পিছোবে পঞ্চায়েত ভোট? বাড়তি সময়ের পক্ষে হাইকোর্ট, পাল্টা প্রস্তাব দিল কমিশন

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় দলেরই বিরুদ্ধে তোপ! পঞ্চায়েত ভোটের আগে দল ছাড়লেন এই তৃণমূল নেতা, বিরাট গণ্ডগোল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে তিনি পাশাপাশি এটাও বলেছেন, ‘আমার মনে হয়, এই প্রকার ছবি দেখে দর্শক খুব একটা আরাম পাবেন না৷ অনেকেরই আমার অতীত সম্পর্কে তেমন জানেন না৷ তবু আমার মনে হয়, পৃথিবীতে এমন মানুষেরা আছেন, যাঁদের ব্যক্তিগত সিনেমা দেখার অভ্যাস আছে৷ সেই সামান্য পরিমাণ মানুষই আমার জন্য অনেকখানি৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anjan Dutta: ‘কোনও প্রযোজক রাজি হতেন না..’, মৃণাল সেনকে নিয়ে নিজের টাকায় ছবি তৈরি করছেন অঞ্জন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল