ছবিটির নাম ‘চালচিত্র এখন’৷ অঞ্জন প্রথমেই উল্লেখ করেছেন, এই ছবির প্রযোজনা করেছেন তিনি নিজে ও তাঁর পুত্র নীল দত্ত৷ তাঁর কারণ কী? সে কথাই পোস্টে স্পষ্ট করে দিয়েছেন অঞ্জন৷ তিনি লিখেছেন, ‘নিজের মনের মতো করে ছবি তৈরি করেছি এটি৷ কোনও প্রথাগত চলচ্চিত্র প্রযোজক এই কাজ এত স্বাধীনতার সঙ্গে করতে দিতেন না৷ কেউই মৃণাল সেনের চালচিত্র দেখেননি৷ তাঁরা আমাকে জোর করতেন আরও বেশি নাটকীয় হতে৷ আমি কখনই আমার গুরুকে শ্রদ্ধা জানানোর ছবিতে অতিরিক্ত নাটকীয় বা আবেগপ্রবণ হতে পারব না৷ আমাকে বাস্তবিক ও সৎ থাকতে হবে৷’
advertisement
অঞ্জন এই পোস্টে জানিয়েছেন, এ বার ছবির চূড়ান্ত পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে৷ পাশাপাশি এই ছবিটিকে তিনি সবচেয়ে মনের মতো করে বানানো ও সৎ ছবি বলে উল্লেখ করেছেন৷ তার কারণ কী? অঞ্জন লিখেছেন, ‘আমি কোনও বানানো গল্প বলছি না৷ আমি বলছি আমার কলেজ জীবনের কথা৷ বলছি একজন মানুষ ও একটি শহরের কথা, যতটা মনের কাছাকাছি থেকে বলা চলে আর কী৷’
আরও পড়ুন: পিছোবে পঞ্চায়েত ভোট? বাড়তি সময়ের পক্ষে হাইকোর্ট, পাল্টা প্রস্তাব দিল কমিশন
তবে তিনি পাশাপাশি এটাও বলেছেন, ‘আমার মনে হয়, এই প্রকার ছবি দেখে দর্শক খুব একটা আরাম পাবেন না৷ অনেকেরই আমার অতীত সম্পর্কে তেমন জানেন না৷ তবু আমার মনে হয়, পৃথিবীতে এমন মানুষেরা আছেন, যাঁদের ব্যক্তিগত সিনেমা দেখার অভ্যাস আছে৷ সেই সামান্য পরিমাণ মানুষই আমার জন্য অনেকখানি৷’