কিন্তু সে সময় মুম্বইতে না ফিরে ভোপালেই চিকিৎসা করানোর কথা ভাবেন তিনি। এবং সেখানকার হাসপাতালে ভর্তি হন। এ কথা অভিনেতা নিজেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সকলকে জানিয়েছিলেন। আজ সকাল থেকে অবস্থার অবনতি ঘটতে থাকে তাঁর। এদিকে তাঁর মুম্বইয়ের বাড়িতে রয়েছে দু'মাসের ছেলে অংশিক এবং স্ত্রী সুভি আহুজা। দু'মাস আগেই বাবা হয়েছেন অভিনেতা। সে সব ছবি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। সন্তান ও স্ত্রীকে নিয়ে তাঁর আনন্দের সংসারে হানা বসালো করোনা। এই পরিস্থিতিতে দু'মাসের সন্তানকে একা রেখে স্বামীর কাছে ছুটলেন স্ত্রী সুভি। মুম্বইয়ের বাড়িতে ছোট বাচ্চাকে ছেড়ে যেতে হচ্ছে তাঁকে।
advertisement
সুভি তাঁর ইনস্টাতে অনিরুদ্ধ ও তাঁর ছেলের ছবি পোস্ট করে লিখলেন, "আমার দু'মাসের বাচ্চা রয়েছে বাড়িতে। এই অবস্থায় অনিরুদ্ধর শরীরের এই অবস্থা। এই সময় অত ছোট বাচ্চাকে কি করে ছেড়ে রেখে যাই আমি ! কিন্তু আমি অসহায় আমাকে যেতেই হবে অনিরুদ্ধর জন্য। আমাকে যেতে হবে আমাদের ছেলের জন্য। অনিরুদ্ধকে ফিরে আসতেই হবে। আমি আসছি অনিরুদ্ধ। ভগবান আমার বাচ্চাটাকে সামলে রেখো।" এই পোস্টের সঙ্গে তিনি সকলকে অনুরোধ করেছেন তাঁরা যেন তাঁর স্বামীর সুস্থ হওয়ার জন্য প্রার্থণা করেন। এমন কঠিন সময় তিনি আগে দেখেননি। বাড়িতে পরিবারের অন্য সদস্যের কাছে এত ছোট বাচ্চাকে রেখে যাওয়া সত্যিই কষ্টের। কিন্তু ওদিকে তাঁর স্বামী মৃত্যুর সঙ্গে লড়ছেন। এ কোন দিন দেখতে হচ্ছে মানুষকে। বলিউডের সকলে এই পোস্টে সুভিকে পাশে থাকার কথা জানিয়েছেন। সকলেই চাইছেন যেন দ্রুত সুস্থ হয়ে যান অনিরুদ্ধ।