এবার এই একই নামে সোনালি পর্দায় তৈরি হবে এই ছবি। অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ (পরবর্তীতে সোহিনী সরকার), অর্ণ মুখোপাধ্যায়, জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। পরিচালনায় ছিলেন অর্ণ।
এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় ছবিটি বানানো হবে। অর্ণ এই ছবির পরিচালনার দায়িত্বে, অনির্বাণকে দেখা যাবে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির লোগো। সঙ্গে কলাকুশলীদের নাম।
advertisement
আরও পড়ুন: অর্ণ-অনির্বাণের ‘অথৈ’ এবার বড়পর্দায়! মঞ্চ থেকে কি বিদায় নেবে জনপ্রিয় নাটক
মঞ্চে অনির্বাণকে খলনায়ক ‘ইয়াগো’র ভূমিকায় দেখা গিয়েছে। সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রটি। এবার ছবিতেও এই একই চরিত্রে (গোগো) অভিনয় করবেন তিনি। সোহিনীকে দেখা যাবে ডেসডিমোনার (দিয়া) চরিত্রে। অর্ণ থাকছেন ওথেলো র(ড. অথৈ লোধা) চরিত্রে।
আগামী ৩১ ডিসেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আশা করা হচ্ছে, ছবিটি পরের বছরের মধ্যেই মুক্তি পাবে।