TRENDING:

Anirban-Sohini: মঞ্চ থেকে পর্দায়, ‘অথৈ’-এ খলনায়ক অনির্বাণের সঙ্গে নায়িকা সোহিনী, অর্ণর ছবির লোগো মুক্তি

Last Updated:

Anirban-Sohini: মঞ্চে অনির্বাণকে খলনায়ক ‘ইয়াগো’র ভূমিকায় দেখা গিয়েছে। সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রটি। এবার ছবিতেও এই একই চরিত্রে (গোগো) অভিনয় করবেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মঞ্চ থেকে পর্দায়। গত এপ্রিল মাসে প্রথমবার ঘোষণা করা হয়েছিল। ‘নটধা’ নাট্যদলের প্রযোজনার ‘অথৈ’ নাটক এবার সেলুলয়েডে যাত্রা করবে। উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো নাটক থেকে বাংলায় তৈরি হয়েছিল অথৈ।
advertisement

এবার এই একই নামে সোনালি পর্দায় তৈরি হবে এই ছবি। অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ (পরবর্তীতে সোহিনী সরকার), অর্ণ মুখোপাধ্যায়, জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। পরিচালনায় ছিলেন অর্ণ।

অথৈ ছবির লোগো

এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় ছবিটি বানানো হবে। অর্ণ এই ছবির পরিচালনার দায়িত্বে, অনির্বাণকে দেখা যাবে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির লোগো। সঙ্গে কলাকুশলীদের নাম।

advertisement

আরও পড়ুন: অর্ণ-অনির্বাণের ‘অথৈ’ এবার বড়পর্দায়! মঞ্চ থেকে কি বিদায় নেবে জনপ্রিয় নাটক

মঞ্চে অনির্বাণকে খলনায়ক ‘ইয়াগো’র ভূমিকায় দেখা গিয়েছে। সেই চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রটি। এবার ছবিতেও এই একই চরিত্রে (গোগো) অভিনয় করবেন তিনি। সোহিনীকে দেখা যাবে ডেসডিমোনার (দিয়া) চরিত্রে। অর্ণ থাকছেন ওথেলো র(ড. অথৈ লোধা) চরিত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রুপোর মুকুট, স্বর্ণালঙ্কারে সজ্জিত দেবী, ২৫০ বছরের প্রাচীন কালীপুজোর রোমহর্ষক কাহিনী জানুন
আরও দেখুন

আগামী ৩১ ডিসেম্বর থেকে এই ছবির শ্যুটিং শুরু হবে। আশা করা হচ্ছে, ছবিটি পরের বছরের মধ্যেই মুক্তি পাবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban-Sohini: মঞ্চ থেকে পর্দায়, ‘অথৈ’-এ খলনায়ক অনির্বাণের সঙ্গে নায়িকা সোহিনী, অর্ণর ছবির লোগো মুক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল