TRENDING:

Anirban Bhattacharya As Byomkesh: ‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের

Last Updated:

Anirban Bhattacharya As Byomkesh: হইচই-এর ব্যোমকেশ সিরিজে মোট ৮টি সিজনের ২০টি এপিসোডে ১৩টি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রের জুতোয় পা গলিয়েছেন। কিন্তু আর তাঁকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘নমস্কার, গরিবের নাম ব্যোমকেশ বক্সী।’ এই সত্যান্বেষী-সত্তায় ইতি। আর এই গোয়েন্দা চরিত্রে অভিনয় করবেন না অনির্বাণ ভট্টাচার্য। ব্যোমকেশ-যাত্রায় দাড়ি টানলেন অভিনেতা। ভিডিও-বার্তায় জানালেন ভক্তদের। প্রকাশ করল হইচই। চোখে জল ভক্তদের। দেখা যাবে না বাংলা শার্ট, ধুতি, চশমা, ঘড়ি পরিহিত অনির্বাণকে।
‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
advertisement

হইচই-এর ব্যোমকেশ সিরিজে মোট ৮টি সিজনের ২০টি এপিসোডে ১৩টি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রের জুতোয় পা গলিয়েছেন। কিন্তু আর তাঁকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে না। সেই সিদ্ধান্তের কথাই জানালেন অভিনেতা।

প্রসঙ্গত হইচই-এর ব্যোমকেশ সিরিজের অংশ নয় নতুন দুর্গ রহস্য। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি হইচই-এর ‘বেস্ট অফ বাংলা’-র অন্তর্গত। যেটি আগামী ১৯ অক্টোবর থেকে হইচই-তে স্ট্রিম করবে।

advertisement

অনির্বাণের কথায়, ‘‘আমি পর্দায় বহুবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছি, একটি সিজনে ক্রিয়েটিভ ডিরেক্টরও হয়েছি কিন্তু এবার ব্যোমকেশ বক্সীর এই আইকনিক চরিত্রে অভিনেতা হিসেবে যাত্রা শেষ করলাম। এই চরিত্রটি আমার মনের এক বিশেষ স্থানে সারাজীবন উজ্জ্বল হয়ে থাকবে। আমি সত্যিই ধন্য।’’

আরও পড়ুন: রোজ কয়েক চামচ এই তেল, ফিরবে হারানো যৌবন ও পৌরুষ! ওজনও কমবে তরতরিয়ে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভিডিওতে প্রত্যেকটি সিজনের সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন অনির্বাণ। ভিডিও শেষ করার আগে চোখের চশমা, ঘড়ি খুলে ফেলে ব্যোমকেশের চেয়ারটিকে ছুঁয়ে বলে গেলেন, ‘‘অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু হইচই-এর ব্যোমকেশের জার্নি কিন্তু শেষ নয়। এই চেয়ারটা খালি থাকবে না। শীঘ্রই কোনও নতুন অভিনেতা এখানে এসে বসবেন। আর আমি চললাম নতুন কোনও চরিত্রের অন্বেষণে।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anirban Bhattacharya As Byomkesh: ‘ব্যোমকেশ’কে বিদায় অনির্বাণের, ‘দুর্গ রহস্য’-এই শেষ এ যাত্রা, চোখে জল ভক্তদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল