হইচই-এর ব্যোমকেশ সিরিজে মোট ৮টি সিজনের ২০টি এপিসোডে ১৩টি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গোয়েন্দা চরিত্রের জুতোয় পা গলিয়েছেন। কিন্তু আর তাঁকে ব্যোমকেশ হিসেবে দেখা যাবে না। সেই সিদ্ধান্তের কথাই জানালেন অভিনেতা।
প্রসঙ্গত হইচই-এর ব্যোমকেশ সিরিজের অংশ নয় নতুন দুর্গ রহস্য। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি হইচই-এর ‘বেস্ট অফ বাংলা’-র অন্তর্গত। যেটি আগামী ১৯ অক্টোবর থেকে হইচই-তে স্ট্রিম করবে।
advertisement
অনির্বাণের কথায়, ‘‘আমি পর্দায় বহুবার ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছি, একটি সিজনে ক্রিয়েটিভ ডিরেক্টরও হয়েছি কিন্তু এবার ব্যোমকেশ বক্সীর এই আইকনিক চরিত্রে অভিনেতা হিসেবে যাত্রা শেষ করলাম। এই চরিত্রটি আমার মনের এক বিশেষ স্থানে সারাজীবন উজ্জ্বল হয়ে থাকবে। আমি সত্যিই ধন্য।’’
আরও পড়ুন: রোজ কয়েক চামচ এই তেল, ফিরবে হারানো যৌবন ও পৌরুষ! ওজনও কমবে তরতরিয়ে
ভিডিওতে প্রত্যেকটি সিজনের সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেন অনির্বাণ। ভিডিও শেষ করার আগে চোখের চশমা, ঘড়ি খুলে ফেলে ব্যোমকেশের চেয়ারটিকে ছুঁয়ে বলে গেলেন, ‘‘অভিনেতা হিসেবে ব্যোমকেশের চরিত্রে আমার জার্নি শেষ হল। কিন্তু হইচই-এর ব্যোমকেশের জার্নি কিন্তু শেষ নয়। এই চেয়ারটা খালি থাকবে না। শীঘ্রই কোনও নতুন অভিনেতা এখানে এসে বসবেন। আর আমি চললাম নতুন কোনও চরিত্রের অন্বেষণে।’’