TRENDING:

বলিউডে দ্বিতীয় ছবি অনির্বানের! সঙ্গে থাকছেন 'মির্জাপুর' খ্য়াত আলি ফজল

Last Updated:

অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বলিউডে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। আমরা ইতিমধ্যেই জানি মিমি চক্রবর্তী তাঁর ২০১৭-এর বাংলা হিট 'পোস্ত' সিনেমার হিন্দি রিমেকের মধ্য়ে দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করছেন। গুঞ্জন জোরদার যে বিপরীতে থাকছেন অভিনেতা আলি ফজল। এখন, জল্পনা চলছে যে অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ে যোগ দিতে চলেছেন সিনেমায়।
advertisement

রিপোর্ট অনুসারে, মিমিকে আগামীতে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। সৌমিক সেন থাকছেন পরিচালনায়, যিনি এর আগে 'মহালয়া' এবং 'গুলাব গ্যাং'-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। সিরিজটিতে 'মির্জাপুর' অভিনেতা আলি ফজল রয়েছেন। জল্পনা চলছে যে শুধু মিমিই নয়, অন্য একজন প্রশংসিত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ের একটি অংশ। দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এ মিমি ও অনির্বাণকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল এর আগে।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোর সপ্তাহে 'গৌরি এল'-এর জয়জয়কার! TRP-তে 'মিঠাই' সেই অন্ধকারেই

আরও পড়ুন: "আবার এসো মা", সিঁদুরখেলার পর বিসর্জনে সামিল সপরিবারে কোয়েল মল্লিক

প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে। সিনেমার নাম 'মিস্টার চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'। পরিচালনায় রয়েছে অস্মিতা চিব্বার। সমগ্র দেশের বিরুদ্ধে একজন মায়ের যুদ্ধের একটি অজানা গল্প বলবে সিনেমাটি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে দ্বিতীয় ছবি অনির্বানের! সঙ্গে থাকছেন 'মির্জাপুর' খ্য়াত আলি ফজল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল