রিপোর্ট অনুসারে, মিমিকে আগামীতে হিন্দি ওয়েব সিরিজে দেখা যাবে। সৌমিক সেন থাকছেন পরিচালনায়, যিনি এর আগে 'মহালয়া' এবং 'গুলাব গ্যাং'-এর মতো সিনেমা পরিচালনা করেছেন। সিরিজটিতে 'মির্জাপুর' অভিনেতা আলি ফজল রয়েছেন। জল্পনা চলছে যে শুধু মিমিই নয়, অন্য একজন প্রশংসিত টলিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও অভিনয়ের একটি অংশ। দেবালয় ভট্টাচার্যের ছবি ‘ড্রাকুলা স্যার’-এ মিমি ও অনির্বাণকে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল এর আগে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজোর সপ্তাহে 'গৌরি এল'-এর জয়জয়কার! TRP-তে 'মিঠাই' সেই অন্ধকারেই
আরও পড়ুন: "আবার এসো মা", সিঁদুরখেলার পর বিসর্জনে সামিল সপরিবারে কোয়েল মল্লিক
প্রসঙ্গত, অনির্বাণ ভট্টাচার্য প্রথম বলিউডে পা রাখছেন রানি মুখার্জির সঙ্গে। সিনেমার নাম 'মিস্টার চ্য়াটার্জি ভার্সেস নরওয়ে'। পরিচালনায় রয়েছে অস্মিতা চিব্বার। সমগ্র দেশের বিরুদ্ধে একজন মায়ের যুদ্ধের একটি অজানা গল্প বলবে সিনেমাটি।