TRENDING:

Anindya Chatterjee Shreema Bhattachejee: সুন্দরীর রূপে ভুলে দাঁত খোয়ালেন 'গাঁটছড়া'র রাহুল... রেগে আগুন দ্যুতি! দেখুন সেই ভিডিও

Last Updated:

Anindya Chatterjee Shreema Bhattachejee: রাহুল তো জ্বর হয়েছে বলে হসপিটালে দেখাতে গিয়েছিল, দাঁত তুলল কীভাবে? এইসব দেখে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে বেজায় ক্ষেপে শ্রীমা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গাঁটছড়ার রাহুল-দ্যুতির কাজ দেখে ভীষণ ক্ষুব্ধ দর্শক। অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শ্রীমা ভট্টাচার্য, যাঁদের আমরা রাহুল-দ্যুতি নামেই চিনি, সিরিয়ালে অভিনয় দেখে প্রায় তেড়ে যেতে ইচ্ছে করে তাঁদের দিকে... তা হবে নাই বা কেন? তাঁদের চরিত্র যে ঠিক তেমনই। প্যাচ কষায় তাঁরা ওস্তাদ। তবে রাহুল-দ্যুতির অনস্ক্রিন জুটি যতটা বেশি খিটখিটে, ততটাই সুন্দর অফস্ক্রিনে। তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলের রিল দেখে আরও বোঝা যায় তাঁদের বন্ধুত্বটা ঠিক কতটা গাঢ়।
advertisement

সম্প্রতি এক ভিডিওতে দাঁতের ব্যাথায় কাতর হতে দেখা গিয়েছে রাহুলকে। দরজা খুললেন শ্রীমা। খুলেই দেখেন হাতটা চেপে ধরে ব্যাথায় কাতরাচ্ছেন রাহুল। শ্রীমা কী হয়েছে জিজ্ঞেস করায় উত্তরে রাহুল দাঁত তুলে এসেছেন জানিয়েছেন। তাতে তো একেবারেই অবাক শ্রীমা! রাহুল তো জ্বর হয়েছে বলে হসপিটালে দেখাতে গিয়েছিল, দাঁত তুলল কীভাবে? এইসব দেখে অবাক হওয়ার সঙ্গে সঙ্গে বেজায় ক্ষেপে শ্রীমা। তখনই রাহুল বলে বসেন, ডেনটিস্টকে দারুণ দেখতে ছিল বলে, তাঁকে দেখতে তাঁর চেম্বারে চলে গিয়েছিলেন। ব্যস! ডাক্তার দিয়েছেন দাঁত তুলে। শ্রীমা জিজ্ঞেস করেন যে তাঁর দাঁতে কী হয়েছিল? তখন রাহুল কাঁদতে কাঁদতে বলেন কিছু নয়। শ্রীমার কথায় রাহুলের মাথায় যদি একটু বুদ্ধিও দিতেন ভগবান।

advertisement

আরও পড়ুন: গাঁটছড়ার এপিসোডকে ঘিরে হুলুস্থুল কাণ্ড! একজোট হয়ে লড়ছেন খড়িদ্ধি, বনি-কুনাল, সঙ্গে দ্যুতি-রাহুলও

প্রসঙ্গত, তাঁদের অফস্ক্রিন খুনসুটি প্রায়শই দেখি আমরা সোশ্যাল মিডিয়ায়। তবে গাঁটছড়ার সেটেও কম আনন্দ হয় না। কিছুদিন আগেই সেটের সবার রোনাল্ডোর সঙ্গে ভিডিও কল ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

advertisement

আরও পড়ুন: জুনিয়র কাপুরের নামের শুরুটা কি 'R' দিয়েই? সরাসরি জবাব দিলেন রণবীর-আলিয়া

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে স্টার জলসার 'গাঁটছড়া'র কিন্তু এখন হিট। বেশ কিছুদিন ধরেই দর্শকরা আভাস পেয়েছিল একে-অপরকে পছন্দ করে সিংহরায়দের ছোট ছেলে কুণাল আর ভট্টাচার্যদের ছোট মেয়ে বনি। কিন্তু এদিকে যে কুনালের বিয়ে ঠিক হয়ে গেছে। রথের দিন কুণালের জন্য বিয়ের প্রস্তাব আনে দত্ত ডায়মন্ডসরা। ব্যবসার পাশাপাশি সিংহরায়দের সঙ্গে পারিবারিক সম্পর্ক বাড়ানোর দিকেও হাত বাড়িয়ে দেয়। ফলে কুণালের বিয়ে ঠিক হয়ে যায় তাঁদের মেয়ের সঙ্গে। এরকম অবস্থায় সেই চুক্তি ভেঙে এইভাবে বনি-কুণালের বিয়ে নিয়ে তীব্র ঝড়ের মুখে পড়েন খড়ি। এরপর কে থাকবেন বনির পাশে? তা দেখতে পাবেন 'গাঁটছড়া' সিরিয়ালে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anindya Chatterjee Shreema Bhattachejee: সুন্দরীর রূপে ভুলে দাঁত খোয়ালেন 'গাঁটছড়া'র রাহুল... রেগে আগুন দ্যুতি! দেখুন সেই ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল