TRENDING:

Anindya Chatterjee: ‘এর ছেলে নেশা করে বা পাতাখোরের বাবা, সকলে বলত বাবাকে', অভিনেতার সাদাকালো স্মৃতি

Last Updated:

পিতৃদিবসে তাঁর বার্তা ভালমন্দে মিশ্র ৷ স্বীকার করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : পিতৃদিবসে তাঁর বার্তা ভালমন্দে মিশ্র ৷ স্বীকার করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) ৷ তাঁর জন্য জন্মদাতাকে যে তিক্ত অভিজ্ঞতা মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে কথা অভিনেতা উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমে তাঁর বার্তায় ৷
advertisement

অনিন্দ্যর কথায়, এক সময় তাঁর বাবাকে রাস্তা দিয়ে মাথা নামিয়ে হাঁটতে হত ৷ কারণ, অভিনেতা নিজেই৷ মনে আছে, সে সময় সন্তানের জন্যই তাঁর বাবাকে শুনতে হত তিনি ‘পাতাখোরের বাবা’৷ চারপাশের সকলে কটূক্তি করত যে তাঁর ছেলে নেশা করে ৷ শিল্পীর কথায়, ‘‘এটাও হয়তো শুনেছে যে ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারেনি তাই ছেলেটা এরকম।’’ তাঁর জন্য বাবাকে অনেক বার বিভিন্ন পরিস্থিতিতে বিপর্যস্ত হতে হয়েছে, সে কথাও স্বীকার করেছেন অনিন্দ্য ৷

advertisement

কিন্তু অন্ধকারের পরে আছে আলোও ৷ ২০০৮-এর পর থেকে সুস্থ জীবনের মূলস্রোতে ফিরতে শুরু করেন অনিন্দ্য ৷ কুনেশা থেকে দূরে থাকার সুবাদে ঘুরতে শুরু করে পরিস্থিতি ৷ তাঁর স্বীকারোক্তি, তিনি হয়তো বাবাকে অনেক সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিতে পারেননি ৷ কিন্তু একটু হলেও সম্মান ও শ্রদ্ধা ফিরিয়ে দিতে পেরেছিলেন ৷ অভিনেতার লেখায় তৃপ্তির সুর ৷ এক সময় যাঁকে সন্তানের জন্য মাথা নত করে হাঁটতে হত, পরে তিনি বলতে পেরেছেন ‘আমি অনিন্দ্যর বাবা ।’ এই টুকুতেই  আনন্দ, তৃপ্তি শিল্পীর ৷

advertisement

অভিনেতা অনিন্দ্যর কেরিয়ারে উল্লেখযোগ্য কাজের মধ্যে অন্যতম ‘বেলাশেষে’ ৷ এই ছবিতে তিনি সৌমিত্র-স্বাতীলেখার ছোট জামাই পলাশের চরিত্রে অভিনয় করেন ৷ তাঁর বিপরীতে পিউ-এর ভূমিকায় ছিলেন মনামী ঘোষ ৷

সামাজিক মাধ্যমেও তিনি খুব জনপ্রিয় ৷ ফাদার্স ডে-তে তাঁর পোস্ট সিক্ত করেছে নেটিজেনদের মন ৷ ভুল থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি যে জীবনের মূলস্রোতে ফিরতে পেরেছেন, তাঁর সেই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন সকলে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

তবে পিতৃদিবসে সন্তানের এই অভিবাদন গ্রহণ দেখার সাক্ষী হতে পারেননি অনিন্দ্যর বাবা ৷ তিন বছর আগে ২৫ জুন তিনি চলে গিয়েছেন সকলকে ছেড়ে, বহুদূরে ৷ রোমন্থনের জন্য ছেলের কাছে রেখে গিয়েছে সাদাকালো আর রঙিন একগুচ্ছ স্মৃতি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anindya Chatterjee: ‘এর ছেলে নেশা করে বা পাতাখোরের বাবা, সকলে বলত বাবাকে', অভিনেতার সাদাকালো স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল