একই দিনে বিয়ে করেছেন প্রাক্তন সাংবাদিক, অধুনা ডিজিটাল ক্রিয়েটার ইন্দ্রনীল রায়। পাত্রী এসভিএফ-এর মার্কেটিং বিভাগের দায়িত্বে রয়েছেন। যাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের তাবড় তাবড় তারকারা।
‘ফুলকি’ ধারাবাহিকের অর্পিতা মণ্ডল এবং ‘তুমি আমার মা’ স্বর্ণদীপ ঘোষও গতকালই গাঁটছড়া বেঁধেছেন কলকাতা শহরেই। সেই বিয়ের অনুষ্ঠানেও টেলিপাড়ার শিল্পীরা উপস্থিত ছিলেন।
তারই মধ্যে খবর এল, আগামী ১৫ ডিসেম্বর বিয়ে করতে চলেছেন দর্শনা বণিক এবং সৌরভ দাস। আগামী ৭ ডিসেম্বর সন্দীপ্তা সেন বিয়ে করবেন সৌম্য মুখোপাধ্যায়কে। ‘গাঁটছড়া’ খ্যাত শ্রীপর্ণা রায়ও আজই বসছেন বিয়ের পিঁড়িতে।
আরও পড়ুন: সিঁদুরে ভরল সিঁথি, মুখে একগাল হাসি! বিয়ে করলেন ‘ফুলকি’র অভিনেত্রী, রইল বিয়ের সব ছবি
শহরজুড়ে যে তারকা-বিয়ের ঢেউ উঠেছে, তা তো স্পষ্ট। আর এরই মাঝে বাকি রয়ে গেলেন টলিউডেরই আরও একাধিক ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। যেমন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
চারদিকে বিবাহ-ঝড়, তার মধ্যে হঠাৎ অনিন্দ্যর একটি ছবিতে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, মাটিতে বসে পড়েছেন অভিনেতা। হাতে ফোন। সেটির দিকে তাকিয়ে অনিন্দ্য। চোখে মুখে হতাশা। মাথায় পড়ল হাত। ফোনে কী দেখেছেন এমন? স্পষ্ট হল অনিন্দ্যর ক্যাপশনে। লেখা, ‘ফোন খুললেই দেখছি বিয়ের সুনামি।’
প্রশ্ন জাগে, তবে কি এই সুনামিতে তিনিও গা ভাসাতে চাইছেন? বিয়ের ছবি দেখে দেখে মাথায় হাত পড়ে গিয়েছে তাঁর। তাহলে কি এবার জীবনসঙ্গীর মনস্কামনা তাঁরও? অনিন্দ্যর পোস্টে হেসে উঠেছেন মিমি চক্রবর্তী, দেবচন্দ্রিমা সিংহ রায়ের মতো তারকারাও।