‘অ্যানিম্যাল’ ছবি দেখার পরে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সানি বলেন, “আমি ‘অ্যানিম্যাল’ দেখেছি। আমার বেশ ভালই লেগেছে। খুবই ভাল ছবি। তবে কয়েকটি বিষয় রয়েছে, যেগুলো আমার একেবারেই পছন্দ হয় না। এমন প্রচুর ছবি রয়েছে। এমনকী আমার নিজের ছবির ক্ষেত্রেও সেগুলি ভাল লাগে না। কিন্তু একজন মানুষ হিসেবে আমার পছন্দ আর অপছন্দ হওয়ার অধিকার রয়েছে। তবে সব মিলিয়ে বলতে গেলে ছবিটা ভাল। সঙ্গীত তো অসাধারণ। ববি তো সব সময় ববি হিসেবেই থাকে। কিন্তু এখন ও লর্ড ববি হয়ে গিয়েছে।”
advertisement
গত ১ ডিসেম্বর, ২০২৩ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অ্যানিম্যাল’। আর মুক্তির পরেই তা চর্চার কেন্দ্রে চলে এসেছে। কারণ এই গল্পের বিষয়বস্তু হল এক বাবা এবং ছেলের টক্সিক সম্পর্ক। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবিতে বিজয় চরিত্রে রয়েছেন রণবীর কাপুর। পরিচালক তাঁকে অ্যান্টি-হিরো হিসেবে দেখিয়েছেন। বিজয় চরিত্রটি এমন যে, তিনি নিজের বাবাকে রক্ষা করতে যে কোনও চরম পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আর বিজয়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। বাবা আর ছেলের এই সম্পর্কের টানাপোড়েন দেখা যায় ছবি জুড়ে। আর বাবার সঙ্গে বিজয়ের এই অস্বাস্থ্যকর সম্পর্কের প্রভাব পড়তে থাকে তাঁর অন্য সম্পর্কগুলোর উপরেও। যার ফলস্বরূপ স্ত্রীর সঙ্গে সম্পর্কেও আসে টানাপোড়েন। আর বিজয়ের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানাকে।
এদিকে ‘অ্যানিম্যাল’ ছবিতে নারী-বিদ্বেষ এবং বিষাক্ত পুরুষতন্ত্রকে মহিমান্বিত করে দেখানোর অভিযোগ তুলেছেন নেটিজেনরা। তবু এসব কিছু সত্ত্বেও বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে এই ছবি। ইতিমধ্যে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসেই এই ছবি ৫০০ কোটির পর্যায় অতিক্রম করেছে।