রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, তৃপ্তি দিমরির এই ছবি গোটা বিশ্বে সুপারহিট। বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর এই ছবির জন্য।
আরও পড়ুন: ত্রিকোণ প্রেমে হাবুডুবু রণবীর-আলিয়া-ভিকির, আর তাই নিয়ে গল্প লিখেছেন বনশালী! নাম ‘লভ অ্যান্ড ওয়ার’
advertisement
কিন্তু বিতর্কিত ছবি অ্যানিমাল-এর পরের পার্ট কবে আসবে তা নিয়ে বিরাট আগ্রহী দর্শক। বিশ্বজুড়ে রণবীরের এই ছবি ৮০০ কোটি টাকা আয় করে ফেলেছে। তার মধ্যে ভারতেই ৫০০ কোটি টাকার আয় হয়েছে। সম্প্রতি ছবির পরিচালক পরের পার্টগুলি নিয়ে বড় ইঙ্গিত দিয়েছেন।
শুধু অ্যানিমাল পার্ট ২ অ্যানিমাল পার্ক-ই নয়, এই ছবির তৃতীয় পার্টও আসবে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যানিমাল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা জানিয়েছেন, রণবীরের আরও ভয়াবহ চেহারার ঝলক অ্যানিমালেই রয়েছে। এই ছবির অনেকটা শ্যুটিংও হয়েছে। পরের ছবি হবে অ্যানিমাল পার্ক। ভলিউম ২ দেখার পর রণবীরের এমন ভয়াবহতা সহ্য হয়ে যাবে দর্শকের।