সে বহু বছর আগের কথা। ‘কফি উইথ করণ’-এর তৃতীয় সিজনে অতিথি হয়ে এসেছিলেন অনিল কাপুর, সঞ্জয় দত্ত এবং কঙ্গনা রানাউত। বিতর্কের খোঁজে তারকাদের দিকে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিচ্ছিলেন করণ। অনিলের কাছে তিনি জানতে চান, কোন নারীর জন্য নিজের স্ত্রীকেও ছেড়ে দিতে পারেন অভিনেতা? করণের এই প্রশ্নের উত্তর দিতে একেবারেই সময় নেননি অনিল। মজার সুরে অভিনেতা জানান, কঙ্গনার জন্য স্ত্রী সুনিতার সঙ্গে সম্পর্ক ভাঙতে পারেননি তিনি।
advertisement
নিছক মজার সুরে অনিল এই মন্তব্য করলেও তা নিয়ে চর্চা কম হয়নি। ‘কফি উইথ করণ’-এর সেই পুরনো ভিডিও ফের ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। অনিলের এ হেন আচরণে অসন্তুষ্ট নেটিজেনদের একাংশ। অনিল যে তাঁর অন্য সহকর্মীদের নিয়ে এ ধরনের বেফাঁস মন্তব্য করেছেন, সে কথা তুলে ধরেছেন অনেকে।
আরও পড়ুন: বাকি টাকা দেব না, পিকনিক করব! সাহানাকে ডেকে অপমান শিক্ষকদের, বিস্ফোরক গায়িকা
আরও পড়ুন: পাঁচ বছর আবার একজোট সৃজিত-জয়া, ‘মুখিয়ে আছি’, একান্ত কথোপকথনে কী বললেন পরিচালক
‘তেজ’, ‘নো প্রবলেম’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে অনিল এবং কঙ্গনা। এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুই তারকা। তবে এর পর আর একসঙ্গে কাজ করেননি তাঁরা।