নতুন নেট ভাইরাল থেকে দূরে থাকেননি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও ৷ তিনি অবশ্য কোনও ব্যঙ্গ বিদ্রূপের পথে যাননি ৷ বরং ফিরে গিয়েছেন অতীতে ৷ বেছে নিয়েছেন নিজের ছবির অংশ ৷ ২০১৮-য় মুক্তি পেয়েছিল ‘হামি’৷ সেই ছবি থেকে ভিডিয়ো শেয়ার করে শিবপ্রসাদ মনে করিয়ে দিয়েছেন ওই ছবিতেও ছিল লাল্টু বিশ্বাসের দোকান ‘বিশ্বাস ফার্নিচার’৷
advertisement
শুধু তাই নয়৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্রেতার বিশ্বাসযোগ্যতা অর্জনে কোনও কসুর নেই লাল্টুর ৷ তাঁর দোকানের আসবাব কতটা মজবুত বোঝাতে তিনি নিজের গোলগাল ছেলেকে বলছেন টেবিলের উপর নাচতে ৷ তাঁর ছেলে পিঠে স্কুলব্যাগ নিয়ে টেবিলের উপর ‘সলমন খানের নাচ’ নাচল ৷ কিন্তু তাতেও টেবিল অটুট ৷ ভিডিয়ো শেয়ার করে পরিচালকের বার্তা, পড়শি দেশের কাকলি ফার্নিচারের পূর্বসূরি কিন্তু লাল্টু বিশ্বাসের ফর্নিচার৷ তাঁর সিনেমায় লাল্টুর বিজ্ঞাপনী ক্যাচলাইন, ‘ বিশ্বাস ফার্নিচার! বিশ্বাসে মিলায় ফার্নিচার, স্বপ্নে সুমধুর৷’
সব মিলিয়ে, সাধারণ নেটিজেনদের পাশাপাশি ‘দামে কম, মানে ভাল, কাকলি ফার্নিচার-এর’ ক্যাচলাইনে মজেছেন সেলেব্রিটিরাও ৷