গত বছর অর্থাৎ ২০২০-তে লখনউতে ছবির শুটিং শুরু হলেও করোনা অতিমারীর প্রকোপে সেটা বন্ধ হয়ে যায়। প্রায় এক বছর পর মার্চ মাসে আবার শুটিং শুরু হয়। মানালি এবং মুম্বইতে কিছুটা শুটিং হওয়ার পর আবার বিধি বাম হয় এই ছবির। ছবির মূল অভিনেতা কার্তিকের করোনার রিপোর্ট পজিটিভ আসে। ফলে এমনিতেই শুটিং স্থগিত রাখতে বাধ্য হয় ছবির টিম। তাছাড়া পরিস্থিতি এমন দাঁড়ায় যে দেশের বেশিরভাগ শহরে তখন লকডাউন শুরু করতে বাধ্য হয় সরকার। অন্য দেশে যাওয়া আসার উপরেও বিধি নিষেধ রাখা হয়।
advertisement
পরিস্থিতি এখন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। সম্প্রতি মুম্বইতে শুটিং করার অনুমতি দিয়েছেন সরকার। তাই অনেক প্রযোজক পরিচালকই তাঁদের স্থগিত রাখা ছবির কাজ যত দ্রুত সম্ভব সেরে ফেলতে চাইছেন। সূত্রের খবর এই তালিকায় সর্বপ্রথম যাঁর নাম আছে তিনি হলেন আনিস বাজমি। আনিস ভুলভুলাইয়া ২-এর শুটিং খুব তাড়াতাড়ি শুরু করতে চান।
আনিস জানিয়েছেন যে শুটিংয়ের অনুমতি যেহেতু পাওয়া গিয়েছে বাকি ছবির কাজ এক শিডিউলেই শেষ করতে চান তিনি। সম্ভবত তার জন্য কিছু দিন লখনউ যেতে হতে পারে। সেটা কী ভাবে করা যায় খতিয়ে দেখছে টিম।
প্রথম ছবিতে কমেডির সূক্ষ্ম ছোঁয়ার সঙ্গে ছিল মনস্তাত্ত্বিক যোগাযোগ। তবে দ্বিতীয় ছবি না কি পুরোটাই হরর কমেডি। আগের ছবির দু'টো জনপ্রিয় গানও এখানে রাখা হয়েছে। তবে ছবির ভবিষ্যৎ নিয়ে সংশয়ে ভুগছেন দর্শক। অক্ষয় কুমারের সঙ্গে প্রিয়দর্শনের এক অলিখিত রসায়ন আছে। তাছাড়া প্রিয়দর্শনের সূক্ষ্ম রসবোধ পর্দায় সুন্দর রূপ পায়। ওয়েলকাম (Welcome) বা স্যান্ডউইচের (Sandwitch) মতো মোটা দাগের কমেডিতে অভ্যস্ত আনিস এই ছবির সঙ্গে কীর কম সুবিচার করবেন সেটাই ভাবছেন দর্শক!