TRENDING:

Aneek-Shreya: ভাবাই যায় না! শ্রেয়াদির মতো শিল্পী মাত্র এক মাসেই ডেট দিলেন, ‘মানুষ’-এর গান নিয়ে অনীক

Last Updated:

Aneek-Shreya: স্পটিফাইতে এই গানেরই হিন্দি সংস্করণ সেরা ১০টি গানের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। হিন্দি গানের নাম, ‘বর্সে রে’। মানুষের হিন্দি সংস্করণের সেই গান ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেবল গায়ক নন, এবারও সঙ্গীত পরিচালক হিসেবে অবতীর্ণ হলেন অনীক ধর। ‘চেঙ্গিজ’-এর সাফল্যের পর ‘মানুষ’ ছবির জন্য ফের সুপারস্টার জিতের ভরসা অনীকের উপর। এবার উপরি পাওনা শ্রেয়া ঘোষাল। প্রথমবার সুরকার হিসেবে শ্রেয়ার সঙ্গে কাজ তাঁর। উচ্ছ্বসিত বাঙালি গায়ক।
শ্রেয়ার সঙ্গে প্রথম কাজ অনীকের
শ্রেয়ার সঙ্গে প্রথম কাজ অনীকের
advertisement

ছোটবেলার গান ‘আয় বৃষ্টি ঝেঁপে’-তেই নতুন মাত্রা দিলেন অনীক। তৈরি হল অপূর্ব এক নাচের গান। ভিডিওতে দেখা যাচ্ছে, সুস্মিতা চট্টোপাধ্যায় এবং খুদে শিল্পী অয়ন্যা চট্টোপাধ্যায় বৃষ্টিতে প্রাণ খুলে নাচছেন। এই গান যে খুব তাড়াতাড়ি মানুষের মনে জায়গা করে নেবে, তা আঁচ করা যাচ্ছে সহজেই।

advertisement

গানে সুর দেওয়া নিয়ে অনীক নিউজ18 বাংলাকে বললেন, ‘‘পরিচালকের সঙ্গে বসে জিৎদা আমায় ফোন করেন। এরকম একটা গান চাইছিলেন ওঁরা। কিন্তু হচ্ছিল না। আমি যদি চেষ্টা করি কিছু। এমন একটা গান যেখানে বৃষ্টিই মূল চরিত্রে। সঙ্গে নাচ রয়েছে, প্রেমের মুহূর্তও আছে। সঙ্গে পর্দায় যে জিৎদার মেয়ে হয়েছে, সেই বাচ্চাটিও নাচছে, তো অনকেগুলি ফ্যাক্টর ছিল। প্রথমে ভারী ভারী শব্দ মাথায় আসছিল। কিন্তু পরে আমার মেয়ের কথা ভাবি। ও যেভাবে ছোটবেলায় আয় বৃষ্টি ঝেঁপে গানটি গেয়ে নাচত, সেভাবে করলেই তো হয়। ব্যস, পিয়ানোয় বসলাম, হুক লাইনটা তৈরি হয়ে গেল।’’

advertisement

আরও পড়ুন: সিনেপ্রেমীদের জন্য আজ থেকে শুরু ইমামির চলচ্চিত্র উৎসব, ৫ দিনে ৫৫টি দেশবিদেশর ছবি

শ্রেয়ার সঙ্গে কাজ করে খুশি অনীক। মাত্র এক মাস সময় চেয়ে নিয়েছিলেন শ্রেয়া। অনীকের কথায়, ‘‘এক মাসটা খুবই কম সময় এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু তিনি এত সুন্দর করে সহযোগিতা করেছেন, যে বলার নয়। উনি খুবই ব্যস্ত থাকেন। দু’তিন মাস আগে ডেট পাওয়া যায় না। তারপরেও আমাকে অপেক্ষা করাননি। অনেক ধন্যবাদ শ্রেয়াদিকে।’’

advertisement

স্পটিফাইতে এই গানেরই হিন্দি সংস্করণ সেরা ১০টি গানের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। হিন্দি গানের নাম, ‘বর্সে রে’। মানুষের হিন্দি সংস্করণের সেই গান ইতিমধ্যে জনপ্রিয় হয়ে গিয়েছে।

আরও খবর পড়তে ফলো করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/বিনোদন/
Aneek-Shreya: ভাবাই যায় না! শ্রেয়াদির মতো শিল্পী মাত্র এক মাসেই ডেট দিলেন, ‘মানুষ’-এর গান নিয়ে অনীক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল