অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে ভারতীয়দেরও স্মৃতি প্রচুর। জানেন কি, অ্যান্ড্রু সাইমন্ডস দেশের বিতর্কিত রিয়ালিটি শো 'বিগ বস'-এ এসেছিলেন? বিগ বসের পঞ্চম সিজন হয়েছিল ২০১১ সালে। সেই সিজনে বিশেষ অতিথি হিসেবে প্রায় ২ সপ্তাহ বিগ বসের ঘরে ছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। সেই সময় রুটি বানানো থেকে ভারতীয় তরকা তৈরি করাও শিখেছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন: ঝাঁকড়া চুল, ঠোঁটে সাদা ক্রিম! অ্যান্ড্রু সাইমন্ডস বললে আর কী কী মনে পড়ে?
বিগ বসের ঘরে থেকে তাঁর দারুণ অভিজ্ঞতা বলেই সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিলেন সাইমন্ডস। এর পাশাপাশি প্রাক্তন পর্ন তারকা ও অভিনেত্রী সানি লিওনির সঙ্গেও ভারতে এসে দারুণ বন্ধুত্ব হয়েছিল সাইমন্ডসের। ওই বছর বিগ বসে এসেছিলেন সানিও। সেই ঘরেই সানি ও সাইমন্ডসের বন্ধুত্ব ঘনিষ্ঠ হয়েছিল। ওই সময় একটি সাক্ষাৎকারে সাইমন্ডস বলেছিলেন, 'আমি প্রতিযোগী সানিকে নিয়ে কোনও দুঃখ পাইনি। আমার মনে হয় ওকে আরও জানতে পারব, ও মজার মেয়ে। একসঙ্গে থাকাটা উপভোগ্য হবে।'
আরও পড়ুন: 'ব্রা পরা ছবিতে গালাগাল দেওয়া হয়ে গেলে এগুলি দেখুন', পাল্টা আমির-কন্যা ইরা খানের!
বিগ বসের ঘরে সবচেয়ে বেশি কীসে বিরক্ত হতেন সাইমন্ডস? তিনি বলেছিলেন, 'খেলার মাঠের বাইরে এতটা দীর্ঘ সময় ধরে ক্যামেরার সামনে থাকা অভ্যাস নেই আমার। কিন্তু বিগ বসের ঘরে পাঁচিলের ওপাশে থেকে যাওয়া পৃথিবীটা না দেখতে পাওয়াটা খুবই বিরক্তিকর। এখান থেকে তো বেরিয়ে যেতে পারব না।' সেই বার জুহি পারমার বিজয়ী হয়েছিলেন।