জানা যায়, কলকাতার পাশ্ববর্তী উত্তর ২৪ পরগনা জেলার বারাসতেই রয়েছে উত্তম কুমারের আদি বাড়ি। যেখানে ছোটবেলা কেটেছে তাঁর। শুধু কী তাই, শুটিংয়ের ফাঁকে দাদা তরুণ কুমারকে সঙ্গে নিয়েও বহু সময় এখানে কাটিয়ে গিয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের এই উজ্জ্বল নক্ষত্র। বারাসত দক্ষিণপাড়ার শীতলাতলা রোডের এই বাড়ি সহ শীতলা মন্দিরকে জড়িয়ে তাই রয়েছে উত্তম কুমার, তরুণ কুমার-সহ চট্টোপাধ্যায় পরিবারের বিখ্যাত মানুষদের স্মৃতি। বিভিন্ন ছবির শুটিংয়ে যাওয়ার আগে বাড়ির পাশে এই শীতলা মন্দিরেই পুজো দিতেন উত্তম কুমার।
advertisement
কয়েকশো বছরের এই প্রাচীন শীতলা মন্দিরে শুক্রবার বাৎসরিক পুজো হওয়ার কথা ছিল। পুজোতে আসার কথা ছিল চট্টোপাধ্যায় পরিবার অর্থাৎ তরুণ কুমার, উত্তম কুমারের বর্তমান প্রজন্ম। কিন্তু এমন ঘটনা ঘটায় বন্ধ করে দেওয়া হয় পুজো। রাতভোর বারাসাত পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের এই বিপর্যয় মোকাবিলায় ছিলেন বারাসাত পৌরসভার পৌর প্রধান অশনি মুখোপাধ্যায় স্বয়ং। সারা রাতই প্রায় জেগে রয়েছেন শীতলাতলা এলাকার মানুষজন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে দীর্ঘাকৃতির এই গাছ কাটার কাজ। চট্টোপাধ্যায় পরিবার-সহ এলাকার মানুষজন বলছেন ভবিষ্যতে আবারও হবে পুজো, তবে প্রাচীন অশ্বত্থ গাছের আর দেখা মিলবে না। তাই কিছুটা হলেও মন খারাপ সকলের।
রুদ্র নারায়ণ রায়