TRENDING:

Ananya Panday-Ishaan Khatter : তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!

Last Updated:

Ananya Panday-Ishaan Khatter : মুখে কুলুপ এঁটে ছিলেন প্রথম থেকেই। একসঙ্গে তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে ও ঈশান খট্টর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মুখে কুলুপ এঁটে ছিলেন প্রথম থেকেই। একসঙ্গে তিন বছর সম্পর্কে ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে ও ঈশান খট্টর (Ananya Panday-Ishaan Khatter)। কিন্তু এবার সেই সম্পর্কে ইতি টানলেন তারকা জুটি। যদিও সেই সম্পর্ক নিয়ে এতদিন কেউ কোনও কথা বলেননি। বিচ্ছেদের খবরেই যেন আরও পরিষ্কার হল যে, সত্যিই তাঁরা সম্পর্কে ছিলেন।
তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
advertisement

এতদিন সংবাদমাধ্যমের সামনে নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিয়ে এসেছেন অনন্যা ও ঈশান (Ananya Panday-Ishaan Khatter)। এমনকি ঈশানের পরিবার, শাহিদ কাপুর ও মীরা কাপুরের সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে অনন্যাকে। কিন্তু সেই সম্পর্কের সমাপ্তি হল এবার। পিঙ্কভিলার এক প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, দুজনে আলোচনা করেই এই সম্পর্কে ইতি টেনেছেন।

সূত্রের কথায়, "খালি পিলি ছবির সেট থেকে দুজনের বন্ধুত্ব শুরু। তার পরেই তাঁদের সম্পর্ক এগোয়। তবে একসঙ্গে ৩ বছর সম্পর্কে থেকে সমাপ্তির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নিজেদের মধ্যে সুষ্ঠুভাবেই ওরা সম্পর্ক থেকে বেরিয়েছেন। তবে সৌজন্যের সম্পর্ক ওরা রাখবেন নিজেদের মধ্যে।"

advertisement

আরও পড়ুন- ডিপ নেকে স্পষ্ট বক্ষবিভাজিকা! থাই-এর উপরে কাটা স্লিট, উষ্ণতা ছড়াচ্ছেন কঙ্গনা

কিন্তু কেন ৩ বছরের সম্পর্ক হঠাৎ শেষ করলেন তারকা জুটি? সূত্র জানাচ্ছে, জীবনে দুজনের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারার মধ্যে বেশ খানিকটা পার্থক্য রয়েছে। তা দুজনেই (Ananya Panday-Ishaan Khatter) বুঝতে পেরেছেন। আর তাই এই সম্পর্কে ইতি টানলেন অনন্যা ও ঈশান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

প্রসঙ্গত, কাজের দিক থেকে অনন্যাকে এর পরে দেখা যাবে বিজয় দেবেড়কোন্ডার বিপরীতে একটি ছবিতে। অন্য়দিকে ঈশান ব্যস্ত তাঁর আসন্ন ছবি ফোন ভূত নিয়ে। এই ছবিতে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও সিদ্ধান্ত চতুর্বেদী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Ananya Panday-Ishaan Khatter : তিন বছর গোপনে সম্পর্ক রাখার পরে এত বড় সিদ্ধান্ত নিলেন অনন্যা-ঈশান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল