Kangana Ranaut : ডিপ নেকে স্পষ্ট বক্ষবিভাজিকা! থাই-এর উপরে কাটা স্লিট, উষ্ণতা ছড়াচ্ছেন কঙ্গনা

Last Updated:
Kangana Ranaut : ঘন নীল গাউনে স্পষ্ট বক্ষবিভাজিকা। আর তার সঙ্গে লম্বা স্লিট। কঙ্গনার আত্মবিশ্বাস দেখার মতো।
1/10
বলিউডের ক্যুইন নামে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই পোশাকে তিনি যেন আদতেই ক্যুইন।
বলিউডের ক্যুইন নামে পরিচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এই পোশাকে তিনি যেন আদতেই ক্যুইন।
advertisement
2/10
ঘন নীল গাউনে স্পষ্ট বক্ষবিভাজিকা। আর তার সঙ্গে লম্বা স্লিট। কঙ্গনার আত্মবিশ্বাস দেখার মতো।
ঘন নীল গাউনে স্পষ্ট বক্ষবিভাজিকা। আর তার সঙ্গে লম্বা স্লিট। কঙ্গনার আত্মবিশ্বাস দেখার মতো।
advertisement
3/10
তিনি যে সুন্দরী তা নিয়ে কোনও ধন্দ নেই। তবে কঙ্গনার ব্যক্তিত্বই সবচেয়ে আকর্ষণীয়।
তিনি যে সুন্দরী তা নিয়ে কোনও ধন্দ নেই। তবে কঙ্গনার ব্যক্তিত্বই সবচেয়ে আকর্ষণীয়।
advertisement
4/10
সবুজ ব্লেজার স্যুটের সঙ্গে কানে বড় হুপস। টেনে বাঁধা চুল। তিনি একজন ফ্যাশনিস্তাও।
সবুজ ব্লেজার স্যুটের সঙ্গে কানে বড় হুপস। টেনে বাঁধা চুল। তিনি একজন ফ্যাশনিস্তাও।
advertisement
5/10
পাওয়ার স্লিভ কালো শর্ট ড্রেসে কঙ্গনার টোনড পদযুগল স্পষ্ট। এই মুহূর্তে তিনি ওটিটি রিয়্যালিটি শো লক আপ-এর সঞ্চালিকার কাজ করেছন।
পাওয়ার স্লিভ কালো শর্ট ড্রেসে কঙ্গনার টোনড পদযুগল স্পষ্ট। এই মুহূর্তে তিনি ওটিটি রিয়্যালিটি শো লক আপ-এর সঞ্চালিকার কাজ করেছন।
advertisement
6/10
এই শোতে তাঁকে এক কড়া সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে। শোটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
এই শোতে তাঁকে এক কড়া সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে। শোটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয়।
advertisement
7/10
সবুজ রঙের সিকোয়েনড ড্রেসে ত্বন্বী কঙ্গনা। বিতর্ক তৈরি করতেও তিনি দক্ষ।
সবুজ রঙের সিকোয়েনড ড্রেসে ত্বন্বী কঙ্গনা। বিতর্ক তৈরি করতেও তিনি দক্ষ।
advertisement
8/10
প্রায়ই নানা বিষয়ে কড়া ও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন।
প্রায়ই নানা বিষয়ে কড়া ও বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন।
advertisement
9/10
তবে তিনি যে একজন সুদক্ষ অভিনেত্রী তা প্রমাণ করেছেন কঙ্গনা বার বার।
তবে তিনি যে একজন সুদক্ষ অভিনেত্রী তা প্রমাণ করেছেন কঙ্গনা বার বার।
advertisement
10/10
গ্যাংস্টার ছবিতে প্রথম নজর কেড়েছিলেন। তাঁর সেরা ছবির মধ্যে রয়েছে ক্যুইন।
গ্যাংস্টার ছবিতে প্রথম নজর কেড়েছিলেন। তাঁর সেরা ছবির মধ্যে রয়েছে ক্যুইন।
advertisement
advertisement
advertisement