অনন্যার কথায়, ‘‘তখন সবে অদিশন দেওয়া শুরু করেছি, একে নার্ভাস, তারমধ্যেই শুনতে হত শরীর নিয়ে অশালীন সব মন্তব্য! আমি খুব ডিপরেসড হয়ে পড়তাম! কেউ বলত মুখে এই পরিবর্তণ করতে হবে কেউ বা বলত ফিগারে এই বদল আনতে হবে! শুনতে হত অশালীন মন্তব্যও। অনেকেই বলতেন, চেহারাটা ভারী কর, ওজন বাড়াও বিশেষ করে স্তন ভরাট কর।'' অতীতের একটি সাক্ষাৎকারে 'গেহরাঁইয়া' স্টার জানিয়েছিলেন, অভিনয়ে আসার আগে বাবা-মায়ের সঙ্গে হেঁটে গেলে শুনতে হত, ‘ছেলেদের মতো সবটা সমান’ কিংবা ‘ফ্ল্যাট স্ক্রিন’ জাতীয় কুৎসিত মন্তব্য।
advertisement
অন্যদিকে, পরিচালক হিসাবে করণ জোহরের আগামী ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে রণবীর সিং এবং আলিয়া ভাটের পাশাপাশি রয়েছে বিশাল 'ধমাকা'! শুধু রণবীর-আলিয়া নন, এই ছবিতে একসঙ্গে হাজির হবেন আরও তিন নায়িকা। সারা আলি খান, জাহ্নবী কাপুর এবং অনন্যা পাণ্ডে। ছবির একটি গানে তিন নায়িকাকে একসঙ্গে পা মেলাতে দেখা যাবে। সূত্রের খবর, ছবির বিশেষ কিছু দৃশ্যেও দেখা যেতে পারে সারা, জাহ্নবী এবং অনন্যাকে।