কৃষ্ণকলি সিরিয়ালে ‘শ্যামা’ অর্থাৎ তিয়াশা রায়ের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অনন্যা। সেখানে অবশ্য চরিত্রে সামান্য হলেও নেগেটিভ শেড ছিল। মিঠাইয়ে তিনি আবার মিষ্টি বউ৷ বাস্তব জীবনে অনন্যা বেশ ছটফটে৷ সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি৷ সব সামলে পড়াশোনায় যে ফাঁকি দেননি, তা তিনি প্রমাণ করে দিলেন৷
আরও পড়ুন: এক ক্লিকে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
advertisement
৭৫ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অনন্যা৷ শিয়ালদহ লোরেটো স্কুলের ছাত্রী তিনি৷ তাঁর সাফল্যের খবরে উচ্ছ্বসিত তাঁর বিশেষ বন্ধু সুকান্ত কুন্ডু৷ সম্প্রতি প্রেমে শিলমোহর দিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে কখনও রোমান্টিক, কখনও মজার ভিডিয়ো শেয়ার করে থাকেন তাঁরা। অনন্যার সাফল্যে যারপরনাই খুশি সুকান্ত৷
মাত্র ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে৷ প্রথম হয়েছে শুভ্রাংশু সরদার৷ চলতি বছরের ১৪ মার্চ শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলেছিল ২৭ মার্চ পর্যন্ত। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগ মিলিয়ে এবছর প্রায় সাড়ে ৮ লক্ষ পড়ুয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর ৷