জামনগরে অনন্ত রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে নীল রঙা ঘন জরিকাজের শেরওয়ানি পরে শামিল হবেন অমিতাভ বচ্চন৷ কল্পনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা৷
রাজকীয় রূপে কল্পনা করা হয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইকে৷ ঘিয়ে রঙের ট্র্যাডিশনাল পোশাকে সোনালি জরির ভারী কাজে ভার্চুয়াল কল্পনায় ধরা দিয়েছেন পাওয়ার কাপল৷
advertisement
রজনীকান্তকে আবার ভাবা হয়েছে অফ হোয়াইট গলাবন্ধ শেরওয়ানিতে। হাল্কা কাজের সঙ্গে বসানো হয়েছে দামি পাথর।
ঘন লাল শেরওয়ানি এবং কয়েক স্তরের পাথরের গয়নার সাজে কৃত্রিম বুদ্ধিমত্তা সাজিয়েছে বিল গেটসকে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে কল্পনা করা হয়েছে সাদা গলাবন্ধ শেরওয়ানিতে। জমিন ফঁাকা থাকলেও গলা ও বর্ডারে আছে হাল্কা জরির কাজ।
ঘন নীল শেরওয়ানিতে প্রি ওয়েডিং অনুষ্ঠানে শামিল হবেন মহেন্দ্র সিং ধোনি। পোশাকের গলা ও হাতে সূক্ষ্ম জরির কাজ।
ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত তাঁর ম্যাজিক ছড়াবেন ঘিয়ে রঙা লেহঙ্গায়। পোশাকে এম্ব্রয়ডারির কাজ। সঙ্গে চোকার ও ভারী ঝোলা দুল।
কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায় মার্ক জুকেরবার্গকে সাজানো হয়েছে হাল্কা রঙা গলাবন্ধে। গলায় লম্বা হার।
হলিউড পপতারকা রিহানা এআই কল্পনায় প্রতিভাত হয়েছেন লাল সোনালি কম্বিনেশনের লেহঙ্গায়। সঙ্গে ভারী ওড়না এবং ভারতীয় অলঙ্কারে।
হাল্কা গোলাপি রঙা শেরওয়ানিতে ঘন বুনোটের এম্ব্রয়ডারিতে সাজানো হয়েছে রোহিত শর্মাকে। সঙ্গে বুটিদার উত্তরীয়।
সচিন তেন্ডুলকর প্রি ওয়েডিং-এর অতিথি হবেন নক্সাদার গলাবন্ধ পোশাকে। পোশাকের জমিন জুড়ে ঘন লতাপাতার ঠাসবুনোটের কাজ।
কিং খানের জন্য বেছে নেওয়া হয়েছে আকাশি রঙা গলাবন্ধ। পোশাক জুড়ে জরির কাজ। বাড়তি আকর্ষণ পোশাকে ফুলের মোটিফ।
গলাবন্ধ কুর্তা শেরওয়ানিতে ভাবা হয়েছে সলমন খানকে। চুল ব্যাকব্রাশ করা। অঙ্গ অলঙ্কারহীন।
হাল্কা গোলাপি রঙের গলাবন্ধ পোশাকে সেজে উঠেছেন সুন্দর পিচাই। তাঁর পোশাকে এম্ব্রয়ডারির বদলে রয়েছে সুতোর মৃদু কাজ।
দেশের এবং আন্তর্জাতিক স্তরের নানা তারকার এআই সাজ তুমুল জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।