TRENDING:

Anant Ambani Radhika Merchnat Pre Wedding Celebration:জুকেরবার্গ থেকে অমিতাভ! রিহানা থেকে মাধুরী! তারকারা কেমন সাজবেন অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ? দেখুন তাঁদের এআই ছবির অ্যালবাম

Last Updated:

Anant Ambani Radhika Merchnat Pre Wedding Celebration: গুজরাতের জামনগরে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ চলবে অনন্ত-রাধিকা প্রি ওয়েডিং বা প্রাক বিয়ের অনুষ্ঠান৷ তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানে বসবে চাঁদের হাট৷ সেখানে কে কেমন সাজবেন, তার এআই ছবি প্রকাশিত হয়েছে৷ আসুন, দেখে নিই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিয়ে করছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত৷ তিনি গাঁটছড়া বাঁধবেন শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে৷ গুজরাতের জামনগরে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ চলবে তাঁদের প্রি ওয়েডিং বা প্রাক বিয়ের অনুষ্ঠান৷ তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠানে বসবে চাঁদের হাট৷ সেখানে কে কেমন সাজবেন, তার এআই ছবি প্রকাশিত হয়েছে৷ আসুন, দেখে নিই। (কৃতজ্ঞতা: এই সময়)
advertisement

জামনগরে অনন্ত রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে নীল রঙা ঘন জরিকাজের শেরওয়ানি পরে শামিল হবেন অমিতাভ বচ্চন৷ কল্পনা করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা৷

রাজকীয় রূপে কল্পনা করা হয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাইকে৷ ঘিয়ে রঙের ট্র্যাডিশনাল পোশাকে সোনালি জরির ভারী কাজে ভার্চুয়াল কল্পনায় ধরা দিয়েছেন পাওয়ার কাপল৷

advertisement

রজনীকান্তকে আবার ভাবা হয়েছে অফ হোয়াইট গলাবন্ধ শেরওয়ানিতে। হাল্কা কাজের সঙ্গে বসানো হয়েছে দামি পাথর।

ঘন লাল শেরওয়ানি এবং কয়েক স্তরের পাথরের গয়নার সাজে কৃত্রিম বুদ্ধিমত্তা সাজিয়েছে বিল গেটসকে।

advertisement

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে কল্পনা করা হয়েছে সাদা গলাবন্ধ শেরওয়ানিতে। জমিন ফঁাকা থাকলেও গলা ও বর্ডারে আছে হাল্কা জরির কাজ।

ঘন নীল শেরওয়ানিতে প্রি ওয়েডিং অনুষ্ঠানে শামিল হবেন মহেন্দ্র সিং ধোনি। পোশাকের গলা ও হাতে সূক্ষ্ম জরির কাজ।

advertisement

ধক ধক গার্ল মাধুরী দীক্ষিত তাঁর ম্যাজিক ছড়াবেন ঘিয়ে রঙা লেহঙ্গায়। পোশাকে এম্ব্রয়ডারির কাজ। সঙ্গে চোকার ও ভারী ঝোলা দুল।

কৃত্রিম বুদ্ধিমত্তার কল্পনায় মার্ক জুকেরবার্গকে সাজানো হয়েছে হাল্কা রঙা গলাবন্ধে। গলায় লম্বা হার।

advertisement

হলিউড পপতারকা রিহানা এআই কল্পনায় প্রতিভাত হয়েছেন লাল সোনালি কম্বিনেশনের লেহঙ্গায়। সঙ্গে ভারী ওড়না এবং ভারতীয় অলঙ্কারে।

হাল্কা গোলাপি রঙা শেরওয়ানিতে ঘন বুনোটের এম্ব্রয়ডারিতে সাজানো হয়েছে রোহিত শর্মাকে। সঙ্গে বুটিদার উত্তরীয়।

সচিন তেন্ডুলকর প্রি ওয়েডিং-এর অতিথি হবেন নক্সাদার গলাবন্ধ পোশাকে। পোশাকের জমিন জুড়ে ঘন লতাপাতার ঠাসবুনোটের কাজ।

কিং খানের জন্য বেছে নেওয়া হয়েছে আকাশি রঙা গলাবন্ধ। পোশাক জুড়ে জরির কাজ। বাড়তি আকর্ষণ পোশাকে ফুলের মোটিফ।

গলাবন্ধ কুর্তা শেরওয়ানিতে ভাবা হয়েছে সলমন খানকে। চুল ব্যাকব্রাশ করা। অঙ্গ অলঙ্কারহীন।

হাল্কা গোলাপি রঙের গলাবন্ধ পোশাকে সেজে উঠেছেন সুন্দর পিচাই। তাঁর পোশাকে এম্ব্রয়ডারির বদলে রয়েছে সুতোর মৃদু কাজ।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দেশের এবং আন্তর্জাতিক স্তরের নানা তারকার এআই সাজ তুমুল জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Radhika Merchnat Pre Wedding Celebration:জুকেরবার্গ থেকে অমিতাভ! রিহানা থেকে মাধুরী! তারকারা কেমন সাজবেন অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং-এ? দেখুন তাঁদের এআই ছবির অ্যালবাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল