বিখ্যাত ডিজাইনার প্রবাল গুরুংও হাজির হয়েছিলেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাঁর পরনে ছিল হালকা গোলাপি রঙের কুর্তা জ্যাকেট। করণের সঙ্গে লেন্সবন্দিও হলেন তিনি। দু’জনের মুখেই ছিল উজ্জ্বল হাসি। করণের সঙ্গে প্রবালের বন্ধুত্ব নিয়ে বলিউডে চর্চা কিছু কম নয়। এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, তিনি কোনও সম্পর্কে নেই। মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাননি পরিচালক।
advertisement
আরও পড়ুন: অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদ! অমিতাভকে প্রণাম করতে যান রজনীকান্ত, কী করলেন বিগ বি
আরও পড়ুন: শুরু একসঙ্গে পথ চলা! বিশেষ প্রতিশ্রুতি অনন্ত-রাধিকার, নবদম্পতির আবেগঘন মুহূর্ত
সেই সাক্ষাৎকারে করণ বলেন, “আমি খুব বেশি সম্পর্কে ছিলাম না। মনের মতো সঙ্গী খুঁজে পাওয়া সহজ ছিল না। এবং এমন একটি সম্পর্কের মধ্যে থাকা যা সমান ছিল। আমার একতরফা প্রেম ছিল। যেটা অনুপ্রাণিত হয়ে আমি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ করেছি। এই ভালবাসাকে আমি বহু বছর ধরে লালন করেছি। আমাকে ভালবাসার শক্তি সম্পর্কে অবগত করেছিল।”
১২ জুলাই অর্থাৎ শুক্রবার মুম্বইয়ে ধুমধাম করে সম্পন্ন হয়েছে অনন্ত-রাধিকার বিয়ে। শনিবার ছিল তাঁদের শুভ আশীর্বাদ। সেখানেও বসেছিল চাঁদের হাট।