TRENDING:

Anant Ambani-Radhika Merchant Wedding: রাধিকা-অনন্তের গায়ে হলুদে নাচ গানে ওরির সঙ্গে মেতে উঠলেন শানায়া-খুশি-অনন্যা

Last Updated:

Anant Ambani-Radhika Merchant Wedding: গত, সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠান। আর হবু দম্পতির বন্ধুবান্ধব এবং তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল অনন্ত-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গত, সোমবার সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠান। আর হবু দম্পতির বন্ধুবান্ধব এবং তারকাদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠল অনন্ত-রাধিকার গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে খোশমেজাজে দেখা গেল অনন্ত-রাধিকার কাছের বন্ধু তথা বলিউডের স্টার-কিডদের। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর, ওরি ওরফে ওরহান, আলাভিয়া জাফেরি এবং খুশি কাপুর। তাঁদের বিফোর এবং আফটার অর্থাৎ আগে এবং পরের ছবি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রাধিকা-অনন্তের গায়ে হলুদ
রাধিকা-অনন্তের গায়ে হলুদ
advertisement

আরও পড়ুনঃ মহাধুমধাম করে অনুষ্ঠিত অনন্ত-রাধিকার গায়ে হলুদ! নজর কাড়লেন অনন্যা-সারা-জাহ্নবী

ছড়িয়ে পড়া বিফোর অর্থাৎ আগের ছবিতে দেখা যাচ্ছে যে, স্টার কিডদের সকলের পরনেই রয়েছে ট্র্যাডিশনাল আউটফিট। তবে হলদি অনুষ্ঠানের পরে অবশ্য সম্পূর্ণ অন্য অবতারে দেখা গেল তাঁদের। হলুদ এবং ফুলের পাপড়িতে রীতিমতো স্নান করে গিয়েছিলেন তাঁরা।

advertisement

হলদি অনুষ্ঠান বা গায়ে হলুদ হল প্রাক-বিবাহ রীতি নিয়ম। যেখানে বর-কনের গায়ে হলুদ মাখানো হয়। যা পবিত্রতা এবং সুরক্ষার প্রতীক। আর অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের আগে এই হলদি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তাঁদের বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা। নাচ, গান এবং আনন্দ উদযাপনে মেতে উঠেছিলেন সকলেই। তাঁদের পরনে ছিল রঙিন প্রাণবন্ত পোশাক।

advertisement

এই হলদি অনুষ্ঠানের দিন কয়েক আগেই অনুষ্ঠিত হয়েছে অনন্ত-রাধিকার সঙ্গীত। যেখানে মূল আকর্ষণ ছিল পপতারকা জাস্টিন বিবারের দুর্ধর্ষ পারফরম্যান্স। চলতি বছরের ড্রেকস ক্লাবে এক অন্তরঙ্গ টরোন্টো কনসার্টে মঞ্চে ফিরেছিলেন জাস্টিন। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। গত সপ্তাহে অনন্ত-রাধিকার সঙ্গীতে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’, ‘হোয়্যার আর ইউ নাও’, ‘লাভ ইওরসেল্ফ’, ‘পিচেস’, ‘বয়ফ্রেন্ড’, ‘সরি’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা।

advertisement

আরও পড়ুনঃ গায়ে হলুদে রাধিকার ফুলের ওড়নায় ৯০টি গাঁদা! ক’টি টগর কুঁড়ি ছিল জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বুধবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা ঘটে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের বিবাহ উৎসবের। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনন্ত এবং রাধিকার বিয়ের আসর বসতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani-Radhika Merchant Wedding: রাধিকা-অনন্তের গায়ে হলুদে নাচ গানে ওরির সঙ্গে মেতে উঠলেন শানায়া-খুশি-অনন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল