বৃহস্পতিবার জামনগরে ছিলেন শাহরুখ, সেখানেই হয়েছে প্রি ওয়েডিংয়ের রিহার্সাল। পরে মুম্বইয়ের বিমান ধরেন শাহরুখ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে দেখা গিয়েছে জামনগর বিমানবন্দরে। তিনি সেখান থেকেই মুম্বইয়ের বিমানে ওঠেন। কালো জ্যাকেটে দারুণ দেখাচ্ছিল বলিউডের কিং খানকে।
আরও পড়ুন: ফ্যান চালানোর দিন হাজির, রেগুলেটর-এ ১-এ পাখা চালালে বিদ্যুতের বিল কি কম আসে? চমকে যাবেন জানলে
advertisement
অনন্ত আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে। অনন্তের সঙ্গে বিয়ে হতে চলেছে এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকার। ২০২৪ এর ১ মার্চ থেকে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সম্প্রতি তাঁদের প্রি ওয়েডিংয়ের আমন্ত্রণপত্র ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
জানা গিয়েছে, জামনগরে ১ থেকে ৩ মার্চ ২০২৪ অনন্ত ও রাধিকার বিয়ে উপলক্ষে প্রি ওয়েডিংয়ের নানা অনুষ্ঠান চলবে রিলায়েন্স গ্রিন্স-এ। জামনগরে ১৯৯৭ সালে বিশ্বের সবচেয়ে বড় গ্রাসরুট রিফাইনিং কমপ্লেক্স তৈরি করেছিল রিলায়েন্স। সেখানে বছরের পর বছর প্রায় ১০ মিলিয়ন গাছ লাগানো হয়েছে। সেই সবুজে ঘেরা সমারোহেই হবে অনন্ত ও রাধিকার বিয়ের প্রি ওয়েডিং।
আরও পড়ুন: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও ঝড়বৃষ্টি! কলকাতা-সহ এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার বড় খবর
২০২৩ সালের ১৯ জানুয়ারি গোল ধানা সেরিমনিতে মুম্বইতে অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়েছিল। গোল ধানা অর্থাৎ ধনে ও গুড়। সেই অনুষ্ঠানে সমস্ত অতিথিদের এই গোল ধানা উপহার দেওয়া হয়েছিল। গুজরাতি বিয়েতে এভাবেই বাগদানের অনুষ্ঠান হয়ে থাকে। দুই পরিবার ও অতিথিদের উপস্থিতিতে হয়েছিল অন্তত ও রাধিকার এনগেজমেন্ট। এবার তাঁদের বিয়ের পালা।