নেটমাধ্যমে রিহানার টিমের বিমানবন্দর থেকে বেরিয়ে জামনগরে পা রাখার মুহূর্ত ভাইরাল। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়লেন তাঁরা। উষ্ণ অভ্যর্থনা জানানো হল তাঁদের। রিহানা ছাড়াও, জাদুকর ডেভিড ব্লেইন এবং অরিজিৎ সিং, অজয়-অতুল এবং দিলজিৎ দোসাঞ্ঝ-সহ শীর্ষস্থানীয় ভারতীয় সশিল্পীরা অনন্ত এবং রাধিকা প্রাক-বিবাহের অনুষ্ঠান মাতাবেন। মঙ্গলবার গায়ক বি প্রাকও পৌঁছেছেন জামনগরে।
আরও পড়ুন: অতিথি তালিকা যেন চাঁদের হাট! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে থাকছেন কারা
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়ে! রাজকীয় ওড়নায় দুই সংস্কৃতির মেলবন্ধন ঘটাচ্ছেন মহিলা শিল্পীরা
অনন্ত এবং রাধিকার প্রাক-বিবাহ উৎসব ১-৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান এবং রজনীকান্ত-সহ জনপ্রিয় ভারতীয় তারকারা পরিবারের সাথে সঙ্গে উপস্থিত হবেন। সলমন খান, অক্ষয় কুমার এবং তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নারও রয়েছেন অতিথি তালিকায়।