TRENDING:

Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বচ্চন পরিবার, মুকেশ-অমিতাভের 'হ্যান্ডশেক' ভাইরাল

Last Updated:

Anant Ambani Radhika Merchant Pre Wedding: রবিবার গুজরাতের জামনগরে পৌঁছেছেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে গিয়েছেন অভিষেক বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: অনন্ত-রাধিকার প্রাক-বিবাহে জামনগরে অমিতাভ বচ্চন। সঙ্গী ছেলে অভিষেক। কুশল বিনিময় মুকেশ আম্বানির সঙ্গে। তিনদিনব্যাপী প্রাক-বিবাহের অনুষ্ঠানে রবিবার গুজরাতের জামনগরে পৌঁছেছেন অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে গিয়েছেন অভিষেক বচ্চন, জয়া বচ্চন, শ্বেতা বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চন। সোশ্যাল মিডিয়ায় অমিতাভের সঙ্গে পাত্রের বাবা মুকেশ আম্বানির করমর্দনের ছবি ভাইরাল হয়েছে।
অমিতাভ পরিবার নিয়ে জামনগরে
অমিতাভ পরিবার নিয়ে জামনগরে
advertisement

২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি।

.

advertisement

আরও পড়ুন: লালবাজার, নীল-সবুজ-সাদাবাজার নয়! কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজরই কেন জানেন?

নন্ত-রাধিকার বিবাহ-পূর্ববর্তী উৎসবে উপস্থিত রয়েছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ, মর্গ্যান স্ট্যানলি সিইও টেড পিক, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ডিজনি সিইও বব আইগার, ব্ল্যাকরক সিইও ল্যারি ফিঙ্ক, অ্যাডনক সিইও সুলতান আহমেদ আল জাবের এবং ইএল রথসচাইল্ড চেয়ারপার্সন লিন ফরেস্টার ডি রথসচাইল্ড।

advertisement

আরও পড়ুন: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ নজর কাড়লেন শাহরুখ খান, কেন জানেন? দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলিউডের তারকা থেকে খেলার জগতের অসংখ্য মানুষ পৌঁছেছেন জামনগরে। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রথম দিনের প্রাক-বিবাহ অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে দিয়েছেন পপতারকা রিহানা৷ জমকালো রাতের অনুষ্ঠানে গান গেয়ে ধামাকাদার পারফরম্যান্স দিয়েছেন রিহানা৷ সেখানে উপস্থিত ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান ও স্ত্রী গৌরী খান৷ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে রিহানার অনুষ্ঠান উপভোগ করতে দেখা গিয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বচ্চন পরিবার, মুকেশ-অমিতাভের 'হ্যান্ডশেক' ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল