Anant Ambani Radhika Merchant Pre Wedding: অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিংয়ে বিশেষ নজর কাড়লেন শাহরুখ খান, কেন জানেন? দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Anant Ambani Radhika Merchant Pre Wedding: দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন সেখানে। অনুষ্ঠানের তৃতীয় দিনে বিশেষ নজর কাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান।
জামনগর: গুজরাতের জামনগরে জমজমাট অনুষ্ঠান চলছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিংয়ের। দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন সেখানে। অনুষ্ঠানের তৃতীয় দিনে বিশেষ নজর কাড়লেন বলিউড বাদশা শাহরুখ খান। বিখ্যাত ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি কালো পোশাকে নজরকাড়া শাহরুখের লুক।
বন্ধগলা স্যুট ও পাতিয়ালা প্যান্টের সাজে শাহরুখের থেকে চোখ সরানো দায়। সঙ্গে রুপোর গয়নাও পরেছিলেন বাদশা। গলায় সোনা-হীরে ও চুনির হার ছিল। হবু দম্পতি অনন্ত ও রাধিকার সঙ্গে ঝুমে জো পাঠান গানে নাচতেও দেখা যায় শাহরুখকে। ছবিগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: রাধিকা-অনন্তের প্রি ওয়েডিংয়ে সেজে উঠেছে জামনগর, অতিথি তালিকায় জুকারবার্গ-গেটস-রাষ্ট্রপ্রধানরা
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহের বিরল দৃশ্য দেখেছে বলিউডের ৩ খান ভক্তরা৷ কারণ শাহরুখ-আমির-সলমন একসঙ্গে মঞ্চ আলো করে নাচলেন৷ শনিবার রাতে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাহরুখ খান। সুপারস্টার ইতিমধ্যেই আমির খান এবং সলমনন খানের সঙ্গে ‘নাটু নাটু’ গানে নেচে ইতিহাস রচনা করেছেন। প্রথমবার তিন খানকে একসঙ্গে পা মেলাতে দেখা গেল আম্বানি পরিবারের দৌলতে।
advertisement
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
এবার জামনগর থেকে আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। ‘পাঠান’ ছবির জনপ্রিয় গান ‘ঝুমে যো পাঠান’ গানের সঙ্গে একাই পারফর্ম করলেন। পরনে ছিল কালো পাঠানি স্যুট। শাহরুখের একটি ফ্যান ক্লাব এই ভিডিওটি শেয়ার করেছে। বাদশা নাচ শুরু করেন তাঁর আইকনিক পোজ দিয়ে। তারপর নেপথ্য নৃত্যশিল্পীদের সঙ্গে গানের হুক স্টেপ পারফর্ম করেন শাহরুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 5:15 PM IST