আনন্দের রিমেক নিয়ে যদিও বিশেষ কিছু তথ্য এখনও সামনে আসেনি, তবে প্রযোজক সমীর রাজ সিপ্পি এই বিষয়টি নিশ্চিত করেছেন, রিমেকটি হবেই! তাঁর মতে, '' আনন্দের মতো কাল্ট ছবিগুলো এই প্রজন্মর কাছে তুলে ধরা উচিৎ।'' তিনি আরও জানান, '' আনন্দ শুধু একটি কালজয়ী ছবি নয়, সিনেমাপ্রেমীদের বহু আবেগ এর সঙ্গে জড়িত। আমার মনে হল, এই সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেশ কিছু কিংবদন্তী ছবি নতুন প্রজন্মর জন্য পুনর্নিমাণ করা উচিৎ।'' অন্যদিকে, সহ-প্রযোজক বিক্রম খাখার জানিয়েছেন, '' নতুন গল্পর খোঁজ বন্ধ করে, আমাদের পুরনো গল্পের ভাণ্ডার ঘাঁটলেই বহু অমূল্য রতনের খোঁজ মিলবে। জীবন কতটা মূল্যাবন... পোস্ট কোভিড আবহে 'আনন্দ'-এর রিমেক তৈরি করে আমরা দর্শকের কাছে এই বিষয়টিই তুলে ধরতে চাই।''
গতবছরই ৫০ বছর পূর্ণ করেছে 'আনন্দ'। ভালবাসা, বন্ধুত্ব, জীবনদর্শন, নীতিবোধের মোড়কে পরিবেশিত ছবিটি আজও অমর আসমুদ্র-হীমাচলের মনে।