TRENDING:

মহা আরতির মাঝে সন্তান কোলে গৃহপ্রবেশ সোনমের, মিষ্টির প্যাকেট বিতরণ দাদু ও বাবার!

Last Updated:

নতুন দাদু আর বাবা মিলে মিষ্টির প্যাকেট বিতরণ করলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মী এবং চিত্রগ্রাহকদের। অনিল কাপুরের মুখে এক গাল হাসি দেখেই বোঝা যাচ্ছে, নাতির বাড়ি আসায় কতটা উৎফুল্ল তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সন্তান কোলে হাসপাতাল বাড়ি ফিরলেন সোনম কাপুর। গৃহপ্রবেশের আগে মহা আরতি করা হল। পাপারাৎজিদের দৌলতে তার কিছু ঝলক প্রকাশ্যে এসেছে। খুশির হাওয়া কাপুর পরিবারে। আনন্দ আহুজা তাঁর সন্তানকে নিজের কোলে আগলে রেখে ঘরের ভিতর নিয়ে গেলেন।
advertisement

তার প্রমাণ মিলল কাপুরদের বাড়ির বাইরে। নতুন দাদু আর বাবা মিলে মিষ্টির প্যাকেট বিতরণ করলেন বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মী এবং চিত্রগ্রাহকদের। অনিল কাপুরের মুখে এক গাল হাসি দেখেই বোঝা যাচ্ছে, নাতির বাড়ি আসায় কতটা উৎফুল্ল তিনি। আনন্দ আহুজাও নতুন পিতৃত্বের আনন্দে আটখানা।

গত ২৮ অগাস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম। একটি বিবৃতি জারি করেছিলেন তারকা দম্পতি সোনম-আনন্দ, যেখানে লেখা ছিল, '২৮ অগাস্ট আমরা অপূর্ব এক পুত্রসন্তানের জন্ম দিলাম। সব চিকিৎসক, নার্স এবং বন্ধু, পরিবারকে অনেক ধন্যবাদ। এ তো কেবল শুরু। কিন্তু জানি, এর পর থেকে আমাদের জীবন সম্পূর্ণ ভাবে বদলে যাবে।'

advertisement

আরও পড়ুন: প্রথম ঝলক সোনম কাপুরের পুত্রসন্তানের! মাসি রিয়ার চোখের কোণে জল, আবেগে ভাসল পরিবার

তার পরেই অনিলের নাতির প্রথম ছবি প্রকাশ্যে আসে। সোনমের বোন রিয়া কাপুর প্রথম ছবিটি শেয়ার করেন। যদিও মুখ প্রকাশ্যে আনেননি। যেখানে দেখা গিয়েছে ছোট্ট বেডে শোওয়ানো একরত্তিকে। সকলে মিলে তাঁকে দেখতে জড়ো হয়েছেন। দিদির ছেলেকে দেখে আনন্দে চোখে জল এসেছে মাসির। পাশে দাঁড়িয়ে সোনমের মা সুনীতা কাপুর। ছবিগুলি তুলেছিলেন আনন্দ নিজেই।

advertisement

আরও পড়ুন: মা হলেন সোনম কাপুর, দাদু অনিলকে বলিপাড়ার শুভেচ্ছা বার্তা

সেরা ভিডিও

আরও দেখুন
হারিয়ে যাওয়া উপকরণে সেজেছে মণ্ডপ, দেবীর সঙ্গে হাজির 'ডাকিনী-যোগিনী'
আরও দেখুন

সঙ্গে রিয়া লেখেন, 'রিয়া মাসি ঠিক নেই। এত মিষ্টি! এই মুহূর্তটি যেন অবাস্তব। ভালোবাসি তোমায় সোনম। সবচেয়ে সাহসী মা তুমি। এবং আনন্দ, তুমি সবচেয়ে আদুরে বাবা। বিশেষ উল্লেখ নতুন দিদাকে।'

বাংলা খবর/ খবর/বিনোদন/
মহা আরতির মাঝে সন্তান কোলে গৃহপ্রবেশ সোনমের, মিষ্টির প্যাকেট বিতরণ দাদু ও বাবার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল