সইফ তখন সবে কাজ শুরু করেছেন। নায়ক সুলভ তেমন কিছুই সইফের ছিল না সে সময়। তবে মিষ্টতা ছিল। সইফের সঙ্গেই প্রেমের বন্ধনে বাঁধা পড়েন অমৃতা(Amrita Singh)। তার পর বিয়ে। এবং সারা ও ইব্রাহিমের জন্ম। এই সময় সাবা আলি খান নিজের বৌদি অমৃতার সঙ্গে খুব ঘনিষ্ট ছিলেন। কারণ অমৃতার বিয়ের সময় সাবার বয়স খুব বেশি হলে বছর ১৬। অন্যদিকে সোহা আরও ছোট। সাবার সঙ্গেই ভাব জমেছিল অমৃতার। শোনা যায় নবাব পরিবারে তেমন পছন্দের ছিলেন না অমৃতা। কিন্তু সাবার (Saba Ali Khan) সঙ্গে সম্পর্ক বেশ ভাল ছিল প্রথম থেকেই। আজ প্রাক্তন বৌদির জন্মদিনে সাবা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন একটি পুরনো ছবি। সেখানে তিনি লিখলেন 'আমি তখন ১৬ বা তার বেশি। তুমি পাগল উন্মাদ এবং অপূর্ব। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।" এভাবেই মজা করে বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাবা।
advertisement
অমৃতা-সইফের(Amrita Singh) ডিভোর্সের পর ছেলেকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন নবাবপুত্র। কিন্তু রাজি হননি অমৃতা। নিজের মতো করে গড়ে তুলেছেন সারা ও ইব্রাহিমকে। যদিও বাবার সঙ্গে তাঁদের দেখা সাক্ষাতে বাধা দেননি। অন্যদিকে সইফ ফের বিয়ে করেন করিনা কাপুরকে। করিনা আবার সইফের থেকে বয়সে অনেক ছোট। তাঁদের আবার দুই সন্তান তৈমুর ও জেহ। করিনার সঙ্গে শাশুড়ি শর্মিলা ঠাকুরের মধুর সম্পর্ক। যা ছিলনা অমৃতার সঙ্গে। করিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্কও ভাল। চার ভাইবোনকে মাঝে মধ্যেই এক সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অন্যদিকে সারা তাঁর মাকে খুশি রাখতে সব কিছু করেন। কারণ ডিভোর্সের পর মা অমৃতা প্রায় দশ বছর হাসেননি পর্যন্ত। এখন সারার পৃথিবী তাঁর মা এবং ভাই।