TRENDING:

Amrita Singh: প্রাক্তন বৌদি অমৃতাকে জন্মদিনে 'উন্মাদ, পাগল' বললেন সাবা !

Last Updated:

Amrita Singh: অনেক আগেই ডিভোর্স হয়েছে অমৃতা-সইফের ! তাই বলে জন্মদিনেও এমন কথা কেন বললেন সইফের বোন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: আজ অমৃতা সিংয়ের (Amrita Singh) জন্মদিন। তাঁকে কে না চেনেন। আটের দশক থেকে নয়ের দশক এই নায়িকার হাসি ও গালের টোলের দিবানা ছিল গোটা বলিউড। অমিতাভ বচ্চন থেকে শুরু করে সানি দেওল কার সঙ্গে সিনেমা করেননি তিনি। অমৃতা সব সময় ছিলেন বেপরোয়া, ছটফটে, জীবনের তালে তাল মিলিয়ে চলা একটা মানুষ। তাঁর রূপের থেকেও বেশি টেনেছে তাঁর ব্যক্তিত্ব(Amrita Singh)। অনেকেই সে সময় অমৃতা সিংয়ের জন্য সব করতে পারতেন। কিন্তু এই রূপের রানি বিয়ে করে বসেছিলেন বয়সে ১০-এর বেশি ছোট সইফ আলি খানকে।
photo source collected
photo source collected
advertisement

সইফ তখন সবে কাজ শুরু করেছেন। নায়ক সুলভ তেমন কিছুই সইফের ছিল না সে সময়। তবে মিষ্টতা ছিল। সইফের সঙ্গেই প্রেমের বন্ধনে বাঁধা পড়েন অমৃতা(Amrita Singh)। তার পর বিয়ে। এবং সারা ও ইব্রাহিমের জন্ম। এই সময় সাবা আলি খান নিজের বৌদি অমৃতার সঙ্গে খুব ঘনিষ্ট ছিলেন। কারণ অমৃতার বিয়ের সময় সাবার বয়স খুব বেশি হলে বছর ১৬। অন্যদিকে সোহা আরও ছোট। সাবার সঙ্গেই ভাব জমেছিল অমৃতার। শোনা যায় নবাব পরিবারে তেমন পছন্দের ছিলেন না অমৃতা। কিন্তু সাবার (Saba Ali Khan) সঙ্গে সম্পর্ক বেশ ভাল ছিল প্রথম থেকেই। আজ প্রাক্তন বৌদির জন্মদিনে সাবা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করলেন একটি পুরনো ছবি। সেখানে তিনি লিখলেন 'আমি তখন ১৬ বা তার বেশি। তুমি পাগল উন্মাদ এবং অপূর্ব। আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।" এভাবেই মজা করে বৌদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাবা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অমৃতা-সইফের(Amrita Singh) ডিভোর্সের পর ছেলেকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন নবাবপুত্র। কিন্তু রাজি হননি অমৃতা। নিজের মতো করে গড়ে তুলেছেন সারা ও ইব্রাহিমকে। যদিও বাবার সঙ্গে তাঁদের দেখা সাক্ষাতে বাধা দেননি। অন্যদিকে সইফ ফের বিয়ে করেন করিনা কাপুরকে। করিনা আবার সইফের থেকে বয়সে অনেক ছোট। তাঁদের আবার দুই সন্তান তৈমুর ও জেহ। করিনার সঙ্গে শাশুড়ি শর্মিলা ঠাকুরের মধুর সম্পর্ক। যা ছিলনা অমৃতার সঙ্গে। করিনার সঙ্গে সারা ও ইব্রাহিমের সম্পর্কও ভাল। চার ভাইবোনকে মাঝে মধ্যেই এক সঙ্গে সময় কাটাতে দেখা যায়। অন্যদিকে সারা তাঁর মাকে খুশি রাখতে সব কিছু করেন। কারণ ডিভোর্সের পর মা অমৃতা প্রায় দশ বছর হাসেননি পর্যন্ত। এখন সারার পৃথিবী তাঁর মা এবং ভাই।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amrita Singh: প্রাক্তন বৌদি অমৃতাকে জন্মদিনে 'উন্মাদ, পাগল' বললেন সাবা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল