মাতৃত্ব উপভোগ করার মাঝেই অমৃতার সংযোজন, সবথেকে তৃপ্তিদায়ক হল যখন তিনি ছেলের সব খাবার নিজে রান্না করেন এবং একরত্তির প্লেটে একটু খাবারও পড়ে থাকে না ৷ তবে বীরকে ঘুম পাড়ানো যে খুবই কঠিন, সে ইঙ্গিতও পাওয়া যায় অমৃতার পোস্টে ৷ বলেছেন, যখন তিনি বীরকে ঘুম পাড়ান, মনে হয় যেন অলিম্পকে স্বর্ণপদক জিতলেন ৷
advertisement
ছেলে ঘুমোলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি, সেকথা স্বীকার করেছেন অমৃতা ৷ তবে একইসঙ্গে জানিয়েছেন, শিশুসন্তানের ঘুম ভাঙলে তাঁর আনন্দ দ্বিগুণ হয়ে যায় ৷
বিনোদন দুনিয়া থেকে দূরে অমৃতা উপভোগ করছেন মাতৃত্ব ৷ তবে মুম্বইয়ের টিনসেল টাউনে তাঁর উত্থান দেখে কেউ আন্দাজ করেননি এত তাড়াতাড়ি হারিয়ে যাবেব তিনি ৷ প্রথম মডেলিং কলেজজীবনে ৷ অভিনয় শুরু ২০০২ সালে, ‘অব কে বরস’ ছবি দিয়ে ৷
নিষ্পাপ সৌন্দর্য, নচের দক্ষতায় একের পর এক ছবিতে সুযোগ পেতে থাকেন অমৃতা ৷ ‘ইশক ভিশক’, ‘মস্তি’, ‘ম্যায় হুঁ না’, ‘দিওয়ার’, ‘ওয়েলকাম টু সজ্জনপুর’, ‘বিবাহ’ ছবিতে অমৃতাকে মনে রেখেছেন দর্শক ৷ কিন্তু ২০০৮-এর পর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ নামতে থাকে নীচের দিকে ৷ তিন বছরের বিরতির পর অভিনয়ে ফিরে আসেন ২০১৩ সালে ৷ ‘জলি এল এল বি’, ‘সত্যাগ্রহ’-র মতো ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় ৷
কিন্তু নিজের কেরিয়ার দীর্ঘ করতে চাননি অমৃতা ৷ সাত বছরের প্রেমপর্বের পর আনমোলকে বিয়ে করেন ২০১৬ সালে ৷ বিয়ের পর কাজ করা অনেক কমিয়ে দেন ৷ তবে তা নিয়ে কোনও আক্ষেপ নেই ৷ এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন ঠিকই ৷ কিন্তু পর্দায় ‘সাহসী’ হতে চাননি ৷
গত বছর ১ নভেম্বর মা হয়েছেন অমৃতা ৷ তার কিছু দিন আগে মন ছুঁয়ে যাওয়া এক পোস্টে জানিয়েছিলেন তিনি সন্তানসম্ভবা ৷
অমৃতাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৯ সালে, ‘থ্যাকারে’ ছবিতে ৷