TRENDING:

Amitabh Bachhan: টাইগার শ্রফকে দেখে যা করলেন বিগ বি...আশি ছুঁইছুুঁই বচ্চনের 'কিক'-এ হতবাক নেটিজেনরা

Last Updated:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বলিউডের অবিসাংবাদিত সম্রাটের এমন কিছু স্টান্ট-এর ছবি, যা দেখে নেটিজেনদের মুখ হাঁ! এমনও কেউ পারেন? তাও এই বয়সে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# মুম্বই:  কিছু মানুষ এভারগ্রিন... বয়স শুধু ক্যালেন্ডারেই বাড়ে! আদপেই তাঁরা বুড়ো হন না! এই যেমন আশি ছুঁইছুঁই তরুণ যুবক অমিতাভ বচ্চন! তাঁর এনার্জির কাছে হার মানতে বাধ্য তরুণ তুর্কিরা! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল বলিউডের অবিসাংবাদিত সম্রাটের এমন কিছু স্টান্ট-এর ছবি, যা দেখে নেটিজেনদের মুখ হাঁ! এমনও কেউ পারেন? তাও এই বয়সে!
advertisement

আরও পড়ুন: কৃতি থেকে কিয়ারা- জার্সির স্ক্রিনিংয়ে যেন চাঁদের হাট- দেখে নিন ছবি...

সাদা সোয়েট শার্ট, কালো জগার্স প্যান্ট, সাদা স্পোর্টস জুতো আর মাথায় সাদা ব্যান্ডে সকাল-সকাল বিগ বি মাতলেন শারীরিক কসরতে! যেন ফিটনেস আর এনার্জির সিলিন্ডার! তাঁর শূন্যে লাথি ছোড়া দেখলে কচিকাঁচাদেরও বুক দুরুদুরু করবে! যদিও বিগ বি নিয়মিত-ই কড়া ওয়ার্কআউটের মধ্যে থাকেন, তবু এদিনের স্টান্ট একটি বিশেষ কারণে! বিগ বি নিজেই জানিয়েছেন সে-কথা! ঠাট্টা করে লিখেছেন, '' টাইগার শ্রফ-এর চমকে দেওয়া স্টান্ট, শুন্যে লাথি ছোড়ার ছবি-ভিডিও কত-কত লাইক পায়! আমি ভাবলাম, দেখি একটু চেষ্টা করে! যদি একটু হলেও 'লাইক' পাই!'' সঙ্গে পোস্ট করেছেন কসরতের ৩টে ছবি, যা দেখে এটা বুঝতে বাকি থাকে না, তিনি 'স্টান্ট মাস্টার’ টাইগার শ্রফ-কেও বলে বলে গোল মারতে পারেন!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ছবিতে বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে বলিউড অভিনেতা বোমান ইরানিকেও। বিগ বি’র এই পোস্টে আপ্লুত অভিনেতা টাইগার শ্রফ। তিনি পোস্ট শেয়ার করে  লিখেছেন, 'স্যার, যদি আর কয়েক বছর পর আমি  আপনার মতো ‘কিক’ দিতে পারি, তাহলে সেটা আমার কাছে আশীর্বাদ ।'  আপাতত কাজের দিকেও বেজায় ব্যস্ত অমিতাভ বচ্চন! ‘ঝুন্ড’-এর পর  অজয় দেবগণের ‘Runway 34’-এ দেখা মিলবে বিগ বি-র।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Amitabh Bachhan: টাইগার শ্রফকে দেখে যা করলেন বিগ বি...আশি ছুঁইছুুঁই বচ্চনের 'কিক'-এ হতবাক নেটিজেনরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল