advertisement
বিগ-বি ট্যুইটারে ভীষণ সক্রিয়! নিত্যদিনের নানা অভিজ্ঞতা, নানা মতাদর্শ তিনি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়। টুইটারে ভীষণ সক্রিয়, তা সকলেই জানেন। পোস্টে ইংরেজি টি হরফ আর নম্বর ব্যবহার করেন অমিতাভ বচ্চন। অনেকের মতে, আজ পর্যন্ত তিনি ক'টা ট্যুইট করেছেন, সেই হিসেব রাখতেই প্রথমে T, তারপর নম্বর জুড়ে দেন শাহেনশাহ। প্রতিটি ট্যুইটের আগে নম্বর, তার আগে T প্রিফিক্স বসান তিনি।
৯ জানুয়ারি ক্ষমা চেয়ে আরেকটি টুইট করেছিলেন অমিতাভ। নিজের প্রতিটি ট্যুইটের আগে 'সিরিয়াল নম্বর' লেখেন তিনি। বিগত বেশ কয়েকটি ট্যুইটে ধারাক্রমে ভুল হয়েছিল তাঁর। সেই বিষয়টি কারও নজরে পড়েনি। তবে হঠাৎ ব্যাপারটি লক্ষ্য করেন বিগ-বি নিজেই। এরপর তিনি ট্যুইট করে লেখেন, "T-4515 - ভীষণ বড় একটা ভুল হয়েছে। মারাত্মক ভুল! গত কয়েকদিন আমার টুইটের নম্বরগুলো ভুল হয়েছে। T-4514 সঠিক। বাকি সব ভুল।" তাঁর সংযোজন, "T 5424, 5425, 5426, 5427, 5428, 5429, 5430 মার্ক করেছিলাম। সেগুলো সব ভুল। সব ভুল! সঠিক ধারাক্রম হল, T 4515, 4516, 4517, 4518, 4519, 4520, 4521। ক্ষমা করে দেবেন।" সঙ্গে হাতজোড় করার ইমোজি জুড়ে দেন শাহেনশা।