advertisement
ট্যুইটারে ছবি শেয়ার করেন তিনি। গোপি শেঠ ক্যাপশনে লিখেছেন, "শনিবার, ২৭ অগাস্ট আমরা এডিসন এনজে ইউএসএ-এর আমাদের নতুন বাড়ির সামনে অমিতাভ বচ্চনের মূর্তি স্থাপন করেছি। মিঃ বচ্চনের অনেক ভক্ত মিঃ বচ্চনের মূর্তি উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।" ৬০০ ভক্ত উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
আরও পড়ুন: নগ্ন ফটোশ্য়ুট নিয়ে জেরবার রণবীর! চেম্বুর থানায় জিজ্ঞাসাবাদ অভিনেতাকে
আরও পড়ুন: শাহরুখের ছবি 'জওয়ান'-এ ২১ কোটি টাকা পারিশ্রমিক বিজয় সেতুপতির
সংবাদমাধ্যমকে গোপি জানিয়েছেন, "আমি এবং আমার স্ত্রী'র জন্য তিনি কোনও অংশেই ভগবানের চেয়ে কম নন। সবচেয়ে বড় বিষয় হল, তাঁর কাজের জীবনই নয়, তাঁর বাস্তব জীবনও... এবং কীভাবে তিনি জনসমক্ষে নিজেকে পরিচালনা করেন... তা আমাকে অনুপ্রাণিত করে। তিনি খুবই ডাউন-টু-আর্থ। তিনি তাঁর ভক্তদের যত্ন নেন। তিনি অন্য অনেক তারকার মতো নন। এই কারণেই আমি ভেবেছিলাম আমার বাড়ির বাইরে তাঁর একটা আলাদাভাবে মর্যাদা থাকা উচিত।"