TRENDING:

‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ

Last Updated:

Amitabh Bachchan on Abhishek Bachchan : ট্যুইটার হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন অভিষেকের ছবি ৷ সেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন জুনিয়র বচ্চন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ছেলের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ বচ্চন ৷ সামাজিক মাধ্যমে অভিষেক ও তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেছেন বিগ বি ৷ তিনি ছেলের জন্য গর্বিত, অকপটে জানিয়েছেন সে কথা ৷ সম্প্রতি মেলবোর্নে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অভিষেক সম্মানিত হয়েছেন ‘লিডারশিপ ইন সিনেমা’ পুরস্কারে ৷ তার পরই ছেলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অমিতাভ ৷ ট্যুইটার হ্যান্ডলে তিনি শেয়ার করেছেন অভিষেকের ছবি ৷ সেখানে পুরস্কার হাতে দাঁড়িয়ে আছেন জুনিয়র বচ্চন ৷ ক্যাপশনে লিখেছেন ‘‘আমার গর্ব...আমার পুত্র..তোমাকে ভালবাসি ভাইয়ু...’’ সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি ৷
‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
advertisement

সম্মাননীয় এই পুরস্কারের ত্রয়োদশতম আসর শুরু হয়েছে গত ১২ অগাস্ট ৷ চলবে ৩০ অগাস্ট পর্যন্ত ৷ মঙ্গলবার পুরস্কার ঘোষণা করা হয় মেলবোর্নে ৷ পুরস্কার পেয়ে অভিষেক বলেন ‘‘ এই পুরস্কার পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি ৷ ’’ ভিক্টোরিয়ান সরকার ও চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানান৷ আরও বলেন ‘‘যদিও এই পুরস্কার সেরা অভিনেতার জন্য নয় ৷ কিন্তু আমি নিশ্চিত খুব তাড়তাড়ি এই মঞ্চে ফিরে আসব সেরা অভিনেতার পুরস্কার নিতে৷ আমি নিশ্চিত খুব তাড়াতাড়ি এই পুরস্কার আমি পাবও ৷’’

advertisement

আরও পড়ুন : পরম যত্নে স্ফীতোদরে স্পর্শ করণের, বিয়ের ৬ বছর পর মা হতে চলেছেন বিপাশা

এর আগে অমিতাভ অনেক বার সোশ্যাল মিডিয়ায় অভিষেকের প্রশংসা করেছেন ৷ কিন্তু মাঝে মাঝেই তিনি ট্রোলড হয়েছেন ৷ অভিষেকের ‘দশভি’-র প্রচারের সময় তাঁকে ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছিল ৷ শেষে ট্রোলারদের মুখ বন্ধ করার জন্য ক্ষুব্ধ অমিতাভ লেখেন হ্যাঁ, তিনি প্রচার করছেন ৷ প্রচুর প্রচার করছেন ৷ তাতে কে কী করবে?

advertisement

আরও পড়ুন :  পেলব দেহে নামমাত্র পোশাক, শামা সিকন্দরের বিকিনি-রূপ যেন উষ্ণতার পরশ, রইল অ্যালবাম

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে অমিতাভ আবার ফিরে এসেছেন তাঁর রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সেশন নিয়ে ৷ ‘গুডবাই’, ‘উঁচাই’, ‘প্রজেক্ট কে’, ‘ব্রহ্মাস্ত্র’-সহ তাঁর একাধিক ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে ৷ অন্যদিকে অভিষেককে দেখা যাবে আর বাল্কির ‘ঘুমর’ ছবিতে ৷ তিনি ছাড়াও ছবিতে অভিনয় করছেন সাইয়ামি খের, শাবানা আজমি এবং অঙ্গদ বেদি৷ শোনা গিয়েছে এ ছবিতে অমিতাভকেও দেখা যাবে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘আমার গর্ব...আমার ছেলে’, অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অমিতাভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল