যদিও এ বিষয়ে কিছু বলেননি অমিতাভ। তবে চুপ থাকেননি অভিষেক বচ্চন। অভিষেক সোশ্যাল মিডিয়ার এই ছবিকে ভুল বলেন। তিনি জানান ওই ছবিতে দাউদ ইব্রাহিম নয়, উনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার অশোক চভন। তাঁর সঙ্গেই হাত মেলাচ্ছেন বিগবি। অভিষেক নিজের ট্যুইটারে ট্যুইট করে জানান, " আমার ভাইরা, এই ছবিতে বাবার সঙ্গে আছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী মিস্টার অশোক চভন।"
advertisement
প্রসঙ্গত, মাস খানেক আগেই করোনা থেকে সেরে উঠেছেন অমিতাভ বচ্চন। করোনা আক্রান্ত হয়েছিলেন অভিষেক, ঐশ্বর্য ও আরাধ্যাও। সকলেই করোনা থেকে সেরে উঠেছেন। সুস্থও আছেন। অমিতাভ ফের ফিরেছেন শ্যুটিংয়ে। কৌন বনেগা ক্রোড়পতি ১২-এর শ্যুটিং শুরু করেছেন তিনি। সেপ্টেম্বরের ২৮ তারিখ থেকে সোনি টিভিতে রাত ৯টায় দেখানো হবে এই শো। টেলিভিশনের সব থেকে জনপ্রিয় ক্যুইজ শো এটি। করোনা কাটিয়ে রেস্ট না করেই শ্যুটিংবে ফেরায় সমালোচনা হয় বিগবিকে নিয়ে। অনেকেই তাঁকে ট্যুইটারে লেখেন, "আর কয়েক দিন রেস্ট নিয়ে কাজে ফিরতে পারতেন।" আবার কেউ লেখেন, "এত টাকা নিয়ে কোথায় যাবেন স্যার।" তবে সে সব কথার জবাব দেননি বিগবি। তিনি ফেস শেল্ড পরে জমিয়ে করেছেন শ্যুটিং।