অভিষেকের নতুন ছবির ভূয়সী প্রশংসা করে অমিতাভ লিখেছেন, ‘‘ পরপর দুবার ঘুমর দেখলাম, রবিবার দুপুরে আবার রাতে…প্রথম ফ্রেম থেকেই চোখে জল এসেছে আমার চোখে…’’
অভিষেকের এই ছবি ‘ঘুমর’ এখনও প্রেক্ষাগৃহে আসেনি৷ তবে মুক্তি পাওয়ার আগেই অভিষেকের ‘ঘুমর’ দেখে ফেলেছেন অমিতাভ৷ আর ছেলের ছবি দেখতে গিয়েই চোখের জলে ভেসেছেন বাবা৷
advertisement
আরও পড়ুন: ‘সবকিছু অন্ধকার হয়ে আসছে…’ বুকে ব্যথার পর ফের অসুস্থ সৃজিত! কী হয়েছে পরিচালকের
সেই সঙ্গে ছবির পরিচালক আর বাল্কির প্রশংসা করে অমিতাভ লেখেন,‘‘ হ্যাঁ, ছবিটির আবেগ ক্রিকেট খেলার সঙ্গে সম্পর্কিত এবং ছবির গল্পটি একটি মেয়ের দৃঢ় সংকল্পকে পূরণ করার জন্য। কিন্তু আসলে এই সিনেমার গল্পের প্রক-ত অর্থ আরও গভীর৷ আমাদের ভারতীয়দের জীবনে পরিবারের প্রভাব, মায়ের প্রভাব… এই সবকিছুকে সুন্দরভাবে বুনেছেন আর বাল্কি৷ একটি জটিল গল্পকে খুব সহজ করে বলেছেন তিনি৷’’
অমিতাভ বচ্চন সিনেমার সংলাপগুলিও প্রশংসা করেছেন৷ এই গল্পের লেখকদেরও লেখা নিয়েও বলেছেন তিনি৷