Srijit Mukherji : ‘সবকিছু অন্ধকার হয়ে আসছে...’ বুকে ব্যথার পর ফের অসুস্থ সৃজিত! কী হয়েছে পরিচালকের

Last Updated:

Srijit Mukherji : হঠাৎ ফের ফেসবুকে পোস্ট সৃজিতের। ‘সবকিছু অন্ধকার হয়ে আসছে, কিছু দেখা যাচ্ছে না...’। ফের আশঙ্কা গ্রাস করেছে অনুরাগীদের মনে। কী হল সৃজিতের? জানালেন খোদ পরিচালক।

অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়
অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়
কলকাতা: ফের অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়। শয্যাশায়ী হয়ে রয়েছেন পরিচালক। দু’মাস আগে বুকে ব্যথায় কাবু হয়েছিলেন তিনি। হৃদরোগের আশঙ্কা করেছিলেন। বুকে ব্যথার কারণে ছুটি নিতে হয়েছিল কাজে। যদিও অ্যা়ঞ্জিওগ্রাম করার পর চিন্তামুক্ত হয়েছিলেন সৃজিত। নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, যে ভয় পেয়েছিলেন, তা সত্যি নয়, তাঁর হার্টে কোনও ব্লক নেই।
কিন্তু হঠাৎ ফের ফেসবুকে পোস্ট সৃজিতের। ‘সবকিছু অন্ধকার হয়ে আসছে, কিছু দেখা যাচ্ছে না…’। ফের আশঙ্কা গ্রাস করেছে অনুরাগীদের মনে। কী হল সৃজিতের? কিছু দিন আগে হার্টের রোগের ভয় তৈরি হওয়ার পর কি আবারও অসুস্থ হলেন?
advertisement
নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘জ্বর হয়েছে।’’ কোভিড বা ডেঙ্গির পরীক্ষা করানো হয়েছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি জানালেন, আগামিকাল মেডিক্যাল পরীক্ষা করাবেন। তার পরই জানা যাবে জ্বরের কারণ।
advertisement
গতবার অসুস্থতা সম্পর্কে নিউজ18 বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, মধ্যপ্রদেশে একটানা শ্যুটিংয়ে ব্যস্ত থাকার পর কলকাতা ফিরে ‘দশম অবতার’ ছবির প্রি প্রোডাকশন শুরু করে ফেলেছিলেন পরিচালক। মধ্যপ্রদেশে শ্যুটে প্রবল দৌড়ঝাঁপ চলেছিল, সিঁড়ি ভাঙতে হয়েছিল বারবার। তার পরেই বার দুয়েক বুকে ব্যথা টের পেয়েছিলেন পরিচালক। তারপরেই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Srijit Mukherji : ‘সবকিছু অন্ধকার হয়ে আসছে...’ বুকে ব্যথার পর ফের অসুস্থ সৃজিত! কী হয়েছে পরিচালকের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement