এই তালিকাতেই নাম লিখিয়ে ফেলল, বহুদিন ধরে চর্চায় থাকা পরিচালক সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’ ৷ অনেক টাল বাহানার পর অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানার এই ছবি এবার মুক্তি পেতে চলেছে অ্যামাজনে ৷ খবর অনুযায়ী, জুন মাসের ১২ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে গুলাবো সিতাবো !
বহুদিন আগে থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছিল অমিতাভ ও আয়ুষ্মানের এই ছবির লুক ৷ এমনকী, নানা সাক্ষাৎকারে সুজিত সরকার জানিয়ে ছিলেন আয়ুষ্মান ও অমিতাভকে জুটি বানিয়ে এই ছবি বলিউডকে একেবারে অন্যরকম গল্প উপহার দেবে ৷ এক বাড়ির মালিক ও ভাড়াটে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছবির গল্প ৷
advertisement
আয়ুষ্মান খুরানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ‘শেষমেশ এই ছবি মুক্তি পাচ্ছে, সেটা সত্যিই খুশির খবর৷ এই ছবি আমার হৃদয়ের খুব কাছের ৷ সুজিত সরকারই আমাকে প্রথম বলিউডে নিয়ে এসেছিলেন ৷ সেই সুজিত সরকারের সঙ্গেই আবার কাজ করতে পেরেছি ৷ শুধু তাই নয়, অমিতাভজির সঙ্গে কাজ করাটা তো একটা স্বপ্নের মতো৷’
অন্যদিকে অমিতাভ বচ্চনও নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করে লেখেন, ‘এখন থেকেই শুরু অ্যাডভান্স বুকিং !’