'ইরাবতীর চুপকথা' ধারাবহিকের পরিচালক ছিলেন মনোজিত(Alokananda Guha-Monojit Majumder)। আর সেখানেই অলকানন্দা অভিনয় করতে আসেন। নায়িকাকে দেখা মাত্রই ভালবেসে ফেলেন মনোজিত। কিন্তু মনের কথা কিছুতেই বলতে পারছিলেন না। অবশেষে নায়িকাকে তাঁর সঙ্গে বাইরে দেখা করতে বলেন। এবং ডেটে গিয়ে মনোজিত বলেন, "আমি মাংস খাই না, আমার মা মাংস খায়। তুমি যদি আমায় বিয়ে কর, তবে মা মাংস খাওয়ার সঙ্গী পাবেন।" এভাবেই মনের কথা জানান তিনি। কিন্তু সে কথায় কাজ হয়নি। বাড়িতে সব বলে দেন অলকানন্দা।
advertisement
তবে মনোজিতে মন আটকে যায় তাঁরও। ব্যস এখান থেকেই শুরু প্রেম। সম্মতি ছিল দুই পরিবারেরই। গত বছর নায়িকা জানিয়েছিলেন এ বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি(Alokananda Guha-Monojit Majumder)। ঠিক সেই মতোই ৩রা ফেব্রুয়ারি আংটি বদল ও আইনি বিয়ে সেরে ফেললেন তাঁরা। সামনেই তাঁদের সামাজিক বিয়ে। তাঁর আগে এখন চলছে আইবুড়ো ভাত খাওয়া।
সোশ্যাল মিডিয়ায় মনোজিতের সঙ্গে তাঁর আইনি বিয়ের ছবি ভিডিও শেয়ার করেছেন অলকানন্দা। টলিউডের বহু তারকাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে। মনামী ঘোষকেও আসতে দেখা যায় বিয়েতে। ইনস্টাগ্রামে মনামীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অলকানন্দা(Alokananda Guha-Monojit Majumder)।
গোটা টলিউডের(Alokananda Guha-Monojit Majumder) অনেকেই এই দিন বিয়েতে উপস্থিত ছিলেন। এবার তোরজোর শুরু হয়েছে সামাজিক বিয়ের। মনোজিত ও অলকানন্দার সম্পর্কে প্রেম ও ছেলেমানুষী ভরে রয়েছে। মাঝে মধ্যেই নিজেদের ভালবাসার ছবি শেয়ার করে তা প্রমাণ করেছেন দু'জনে। এই মুহূর্তে হাতে বেশ অনেকগুলিই কাজ রয়েছে অলকানন্দার। বিয়ের পর দু'জনে মিলে এক সঙ্গেই যোগ দেবেন কাজে। আইনি বিয়েতে টলিউডের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে অলকানন্দা ও মনোজিতের জীবন।