TRENDING:

Allu Arjun: অল্লু অর্জুনের পরিবারে বিরাট শোকের ছায়া, সবচেয়ে কাছের মানুষকে হারালেন সুপারস্টার পুষ্পা, শোকে কাতর ফিল্ম ইন্ডাস্ট্রি

Last Updated:

Allu Arjun: বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ অভিনেতা অল্লু অর্জুনের দিদা শ্রীমতী অল্লু কানাকারত্নম শনিবার ৩০ অগাস্ট সকলকে কাঁদিয়ে চলে গেলেন৷ সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অল্লু অর্জুন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিনোদন জগতে বিরাট দুঃসংবাদ৷ কিংবদন্তি তেলেগু অভিনেতা, পদ্মশ্রী অল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী, তেলেগু প্রযোজক অল্লু অরবিন্দের মা এবং অভিনেতা অল্লু অর্জুনের দিদা শ্রীমতী অল্লু কানাকারত্নম শনিবার ৩০ অগাস্ট সকলকে কাঁদিয়ে চলে গেলেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। জানা গেছে, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি শনিবার ভোর ১:৪৫ মিনিটে মারা গেছেন।
News18
News18
advertisement

সবচেয়ে কাছের প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অল্লু অর্জুন৷

অল্লু অর্জুন তার পরিবারকে নিয়ে হায়দ্রাবাদে পৌঁছেছেন এবং রাম চরণ পেদ্দির শ্যুটিং বাতিল করেছেন।

আরও পড়ুন-বুকের পাশে বা গোপনাঙ্গে ‘তিল’রয়েছে? কীসের লক্ষণ জানেন! মানুষ হিসেবে এঁরা কেমন? তিল দেখেই জানুন চরিত্র, মিলিয়ে নিন আপনারটাও

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, শেষকৃত্যের আগে অল্লু কানাকারত্নমের মরদেহ অল্লু অরবিন্দের বাসভবনে আনা হবে। পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীরা অরবিন্দের বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে আসতে শুরু করেছেন। আল্লু কানাকারত্নমের জামাতা, মেগাস্টার চিরঞ্জীবী, ব্যবস্থা এবং আনুষ্ঠানিকতা দেখাশোনা করছেন বলে জানা গেছে। শনিবার বিকেলে কোকাপেটে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

advertisement

আরও পড়ুন-আর মাত্র কয়েকঘণ্টা…! অগাস্টেই লাগবে ‘লটারি’, ত্রিগ্রহী রাজযোগে ‘মালামাল’ হবে ৩ রাশি, হবে টাকার বৃষ্টি, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

চিরঞ্জীবী এক্স-হ্যান্ডেলে একটি হৃদয়গ্রাহী পোস্টে তার শাশুড়ির মৃত্যুতে শোক প্রকাশ করে লিখেছেন- ‘আমাদের শাশুড়ি, শ্রী অল্লু রামালিঙ্গাইয়ার স্ত্রী কানাকারত্নম গারুর মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। আমাদের পরিবারের প্রতি তিনি যে ভালবাসা, সাহস এবং জীবনমূল্য দেখিয়েছিলেন তা চিরকাল আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তাদের পবিত্র আত্মা শান্তি লাভ করুক। ওম শান্তি।’

advertisement

তেলুগু চলচ্চিত্র জগতে অল্লু কানাকারত্নমের মৃত্যুতে শোকস্তব্ধ এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হচ্ছে। অল্লু অর্জুনের কাকাতোভাই রাম চরণ মহীশূরে তার আসন্ন ছবি পেদ্দির শ্যুটিং করছিলেন । তিনি শ্যুটিং বাতিল করে শেষকৃত্যে যোগ দিতে হায়দ্রাবাদে ফিরে আসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গেছে, রাম এবং তার দল প্রায় ১,০০০ নৃত্যশিল্পীর সঙ্গে একটি গানের দৃশ্যের শ্যুটিং করছিলেন। জানি মাস্টারের কোরিওগ্রাফিতে, শুটিং শুরু হয়েছিল গণেশ চতুর্থীতে। তাণর মৃত্যুতে পরিবার এবং শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত, ভক্ত এবং শিল্পের সহকর্মীরা সমবেদনা জানিয়েছেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Allu Arjun: অল্লু অর্জুনের পরিবারে বিরাট শোকের ছায়া, সবচেয়ে কাছের মানুষকে হারালেন সুপারস্টার পুষ্পা, শোকে কাতর ফিল্ম ইন্ডাস্ট্রি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল