TRENDING:

আত্মহত্যা করতে চেয়েছিলেন আলিয়ার দিদি শাহিন !

Last Updated:

দীপিকার পর এবার আলিয়া ভাটের দিদি শাহিন ৷ প্রকাশ্যে জানালেন নিজের অবসাদের কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দীপিকার পর এবার আলিয়া ভাটের দিদি শাহিন ৷ প্রকাশ্যে জানালেন নিজের অবসাদের কথা ৷ শুধু তাই নয়, এক ইংরেজি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে শাহিন জানিয়েছেন, ‘আত্মহত্যা করতে গিয়েছিলাম৷ বহুবার ৷ এতটাই অবসাদে চলে গিয়েছিলাম ৷ কিন্তু আমার অবসাদ এতটাই বেড়ে গিয়েছিল, যে আতহত্যার সাহসটাও করতে পারিনি ! আমার এই সমস্যা ১২ বছর বয়স থেকেই !’
advertisement

ট্যুইটারে দিদি শাহিনের এই কথাগুলোই পোস্ট করেছেন আলিয়া ৷ সঙ্গে লিখেছেন, ‘দিদি তুমি সেরা ৷ তুমিই খুবই সাহসী ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সম্প্রতি মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কেট স্পেড ও সেলিব্রিটি শেফ অ্যান্থনি বুর্দ ৷ শাহিন ভাট জানিয়েছে, ‘এই দুই আত্মহত্যাই আমাকে নাড়া দিয়েছে৷ নিজের পুরনো দিনের কথা চোখের সামনে ভেসে উঠেছে ৷’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আত্মহত্যা করতে চেয়েছিলেন আলিয়ার দিদি শাহিন !