ট্যুইটারে দিদি শাহিনের এই কথাগুলোই পোস্ট করেছেন আলিয়া ৷ সঙ্গে লিখেছেন, ‘দিদি তুমি সেরা ৷ তুমিই খুবই সাহসী ৷’
সম্প্রতি মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার কেট স্পেড ও সেলিব্রিটি শেফ অ্যান্থনি বুর্দ ৷ শাহিন ভাট জানিয়েছে, ‘এই দুই আত্মহত্যাই আমাকে নাড়া দিয়েছে৷ নিজের পুরনো দিনের কথা চোখের সামনে ভেসে উঠেছে ৷’
advertisement
Location :
First Published :
June 15, 2018 8:52 PM IST