রণবীর ও আলিয়ার মেয়ে রাহাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মেয়ের বয়স ৬ মাস পেরিয়ে গেলেও পুরোপুরি ঘেরাটোপের মধ্যেই রেখেছেন একরত্তিকে৷ কবে রাহার মুখ দেখা যাবে, তা নিয়ে অধীর আগ্রহে বসে রয়েছেন ভক্তরা৷ তবে কড়া নিরাপত্তার মধ্যেই মেয়েকে আগলে রেখেছেন তাঁরা৷ কোনওভাবেই যেন মেয়ের ছবি ভাইরাল না হয় তার জন্য নানা প্রোটেকশনের মধ্যেই রাহাকে রাখেন তারা৷ কেন এখনও মেয়েকে সামনে আনছেন না তা নিয়ে মুখ খুললেন আলিয়া ভাট৷
advertisement
আরওপড়ুন-স্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি ফাঁস হল নেটদুনিয়ায়, জন্মদিনে দেখে নিন অচেনা অরিজিৎকে
আরও পড়ুন-দু'হাতে তরবারি নিয়ে কী করছেন সুস্মিতা! সুস্থ হতেই কি ফিরে গেলেন পুরোনো অভ্যাসে
আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'স্বামী রণবীর কাপুর একেবারেই চায় না রাহাকে কোনওভাবে মিডিয়ার সামনে আনতে৷ মেয়ের ব্যক্তিগত জীবন বিরক্তিকর হোক তা মোটেই চান না অভিনেতা৷ শুধু তাই নয়, কোনও সমাজমাধ্যমে ছবি পোস্ট করতে চাই না এর পিছনেও কারণ রয়েছে ৷ ছবি পোস্ট হলে এতে নানা কথা হবে, চর্চা হবে, এবং সেটাই প্রচন্ড অস্বস্তির'৷ ২০২২ সালে ৬ সেপ্টেম্বর রাহার জন্ম হয়েছে৷ মেয়ে বড় হলেও এত তাড়তাড়ি রাহাকে পাবলিক ফিগার করতে চাইছেন না রণবীর ও আলিয়া। আগে ও জানিয়েছিলেন মেয়ের ২ বছর না হলে কোনওভাবেই মেয়ের মুখ দেখাবেন না। আলিয়া আরও জানিয়েছেন, 'মানুষের কৌতুহল তো থাকবেই। তবে মুম্বইয়ের রাস্তায় রাহাকে নিয়ে বেরোনোটা বড্ড ঝক্কির। কড়া পর্যবেক্ষণের মধ্য রাখলেও সর্বদাই ওর দিকে নজর থাকে৷ সেটা সামলাতে গিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হয়'৷ ৩০ এর জন্মদিন রাহাকে নিয়ে লন্ডনে কাটিয়েছেন আলিয়া৷ অভিনেত্রী জানিয়েছেন, 'লন্ডনে যেতে গিয়ে কোনওরকম সমস্যার মধ্যে পড়তে হয়নি৷ এই কটা দিন শান্তিতে নিজেদের মতো সময় কাটিয়েছি৷ মুম্বই বিমানবন্দরে আলোকচিত্রীরা রাহাকে দেখলে ক্যামেরা নামিয়ে রাখেন এবং রাহার কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি'৷