মঙ্গলবার বাড়িতেই সময় কাটাচ্ছিলেন আলিয়া। পাপারাৎজিদের তোলা সেই ছবিতে অভিনেত্রীকে তাঁর বাড়ির জানলার ধারে বসে থাকতে দেখা যায়। তাঁর পরনে ছিল সাদামাঠা বাড়ির পোশাক। আলিয়ার অভিযোগ, তাঁর অজান্তেই ব্যক্তিগত মুহূর্তের ছবিগুলি তোলা হয়। অভিযোগ জানিয়ে নেটমাধ্যমে তিনি লেখেন, 'এটা কোন ধরনের ইয়ার্কি! নিজের বাড়ির বৈঠকখানায় খুব স্বাভাবিক সময় কাটাচ্ছিলাম। তখনই মনে হল আমার উপর নজর রাখা হচ্ছে। তার পরেই দেখলাম পাশের একটি বহুতল থেকে দুই ব্যক্তি আমার দিকে ক্যামেরা তাক করে রয়েছেন।'
advertisement
আরও পড়ুন: খাবারে চুল, ক্ষমা চাওয়ার বালাই নেই! বিমান সংস্থার উপর বেজায় চটলেন তারকা-সাংসদ মিমি
আরও পড়ুন: শ্বশুর রজনীকান্তের বাড়ির পাশে কয়েক কোটির প্রাসাদ ধনুষের! টাকার অঙ্কে মাথা ঘুরবে
এখানেই থেমে যাননি রণবীর-ঘরনি। ক্ষোভে ফেটে পড়ে তিনি লেখেন, 'কোন দুনিয়ায় এটিকে সঠিক কাজ বলে মনে করা হয়? এটা একজনের গোপনীয়তায় সরাসরি হস্তক্ষেপ। সব কিছুরই একটা সীমা থাকে, যা অতিক্রম করা উচিত নয়। কিন্তু আজ সব সীমা অতিক্রম করা হয়েছে।' নিজের এই পোস্টে মুম্বই পুলিশকে ট্যাগ করে সাহায্য চেয়েছেন আলিয়া।
আলিয়ার দিদি শাহিন ভাটও পুরো বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ। নেটমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তিনিও। আলিয়াকে সমবেদনা জানিয়েছেন অনুষ্কা শর্মা। জানিয়েছেন, তিনিও এমন তিক্ত অভিজ্ঞতার শিকার। এ ছাড়াও এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন অর্জুন কাপুর, নীতু কাপুর এবং করণ জোহরের মতো তারকারা।