TRENDING:

Alia Bhatt Pregnancy : কাজ চরছেন চুটিয়ে, রবিবাসরীয় আমেজে কেমন কাটালেন অন্তঃসত্ত্বা আলিয়া

Last Updated:

Alia Bhatt Pregnancy : রবিবাসরীয় আমেজ কীভাবে উপভোগ করছেন তিনি ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে লোভনীয় ডেজার্টের ছবি শেয়ার করেছেন তিনি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ব্যক্তিগত জীবন এবং কাজের দুনিয়া, দু’দিকেই এখন বেশ ভাল সময় কাটাচ্ছেন আলিয়া ভাট ৷ ‘গাঙ্গুবাঈ কাথিয়াোয়াড়ি’-র হলিউড অভিযান শুরু হতে চলেছে ‘হার্ট অব স্টোন’ দিয়ে ৷ রবিবার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আলিয়া ৷ সেখানে দেখা যাচ্ছে রবিবাসরীয় আমেজ কীভাবে উপভোগ করছেন তিনি ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে লোভনীয় ডেজার্টের ছবি শেয়ার করেছেন তিনি ৷ ভালবাসার খাবারের সঙ্গে পছন্দের বইও আছে সেখানে ৷ মন ভাল রাখার ও থাকার সেই ঠিকানার হদিশ দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন “Tiramisu & a book… Such a gram scene"৷
অন্তঃসত্ত্বা হলেও কাজকে বিদায় জানাননি আলিয়া
অন্তঃসত্ত্বা হলেও কাজকে বিদায় জানাননি আলিয়া
advertisement

অন্তঃসত্ত্বা হলেও কাজকে বিদায় জানাননি আলিয়া ৷ সেকথাও স্পষ্ট তাঁর আচরণে৷ তাঁর সাম্প্রতিক ফোটোশ্যুটের একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে কাটআউট গোলাপি হ্রস্ব পোশাকে ৷ তাতে ছাপা রয়েছে গোলাপের পাপড়ি ৷ সেখানে তাঁর প্রসাধনী খুব সামান্য ৷ কোনও কোনও ছবিতে তাঁর সজ্জায় প্রসাধনীর কোনও স্পর্শই নেই ৷ এই ছবিগুলিতে তাঁর রূপ আকর্ষণীয় ও মোহময়ী ৷

advertisement

আরও পড়ুন : ৩১ জন প্রতিযোগিণীকে হারিয়ে মিস ইন্ডিয়ার মুকুট পরলেন ২১ বছর বয়সি সুন্দরী সিনি

আরও পড়ুন : কখনও Topless, কখনও Backless! বোল্ডনেসে উর্ফি জাভেদকে কয়েক গোল দিতে পারেন সাক্ষী চোপড়া, হট অবতারে তোলপাড়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

কাজের জগতে আলিয়াকে এর পর দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ৷ তাঁর বিপরীতে আছেন রণবীর কপূর ৷ অমিতাভ বচ্চন, আক্কিকেনি নাগার্জুন, মৌনী রায় অভিনীত এই ছবি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর ৷ চলছে আলিয়ার হলিউডের প্রথম ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির কাজও ৷ এ ছবিতে অভিনয় করছেন গ্যাল গ্যাডোট এবং জ্যামি ডোরনাম ৷ করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম’ ছবিতেও আলিয়াকে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কইফের সঙ্গে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Alia Bhatt Pregnancy : কাজ চরছেন চুটিয়ে, রবিবাসরীয় আমেজে কেমন কাটালেন অন্তঃসত্ত্বা আলিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল