অন্তঃসত্ত্বা হলেও কাজকে বিদায় জানাননি আলিয়া ৷ সেকথাও স্পষ্ট তাঁর আচরণে৷ তাঁর সাম্প্রতিক ফোটোশ্যুটের একগুচ্ছ ছবি তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে ৷ সে ছবিতে তাঁকে দেখা যাচ্ছে কাটআউট গোলাপি হ্রস্ব পোশাকে ৷ তাতে ছাপা রয়েছে গোলাপের পাপড়ি ৷ সেখানে তাঁর প্রসাধনী খুব সামান্য ৷ কোনও কোনও ছবিতে তাঁর সজ্জায় প্রসাধনীর কোনও স্পর্শই নেই ৷ এই ছবিগুলিতে তাঁর রূপ আকর্ষণীয় ও মোহময়ী ৷
advertisement
আরও পড়ুন : ৩১ জন প্রতিযোগিণীকে হারিয়ে মিস ইন্ডিয়ার মুকুট পরলেন ২১ বছর বয়সি সুন্দরী সিনি
আরও পড়ুন : কখনও Topless, কখনও Backless! বোল্ডনেসে উর্ফি জাভেদকে কয়েক গোল দিতে পারেন সাক্ষী চোপড়া, হট অবতারে তোলপাড়
কাজের জগতে আলিয়াকে এর পর দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ৷ তাঁর বিপরীতে আছেন রণবীর কপূর ৷ অমিতাভ বচ্চন, আক্কিকেনি নাগার্জুন, মৌনী রায় অভিনীত এই ছবি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর ৷ চলছে আলিয়ার হলিউডের প্রথম ছবি ‘হার্ট অব স্টোন’ ছবির কাজও ৷ এ ছবিতে অভিনয় করছেন গ্যাল গ্যাডোট এবং জ্যামি ডোরনাম ৷ করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম’ ছবিতেও আলিয়াকে দেখা যাবে প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কইফের সঙ্গে৷
